সুব্রত রায়, কলকাতা, আপনজন: কলকাতা শহরে ছড়াচ্ছে "ডেন থ্রি"ভ্যারিয়েন্ট। কাউন্সিলরদের সতর্ক করে কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম জানান, সকলকে পথে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা পুরসভা সূত্রের খবর, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছিল যে, রাজ্যে 'ডেন ৩' ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। এরপরেই এর সত্যতা যাচাই করতে নাইসেডের সাহায্য নিতে বলা হয়েছিল। 'ডেঙ্গু থ্রি' ভ্যারিয়েন্ট এর খবর নিশ্চিত করতে বলা হয়েছিল। মেয়র ফিরহাদ হাকিম শুক্রবার জানান, নাইসেডে ৫০ টি স্যাম্পেল পাঠানো হয়েছিল। তার মধ্যে থেকে ৩৫টি স্যাম্পেলে 'ডেন থ্রি' ভেরিয়েন্টের হদিশ মিলেছে।
ডেন থ্রি" আতঙ্ক ছড়াচ্ছে শহর জুড়ে। মোকাবেলায় শুক্রবার থেকে পথে নেমেছেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। জগদ্ধাত্রী পুজোর আগে মন্ডপ দেখতে পথে বিশেষ প্রতিনিধি দল কলকাতা পৌরসভার। ডেঙ্গু মোকাবেলায় কাউন্সিলরদের পথে থাকার পরামর্শ মেয়রের। আতঙ্কিত না হয়ে সকলকে সতর্ক হয়ে এই রোগের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়েছেন কলকাতা পুরসভার মেয়র। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ,ফিরহাদ হাকিম বলেন, এটা বিরোধী দলনেতার কাজ নয়। রাজ্যকে বদনাম করার জন্য তিনি বিদ্বেষ ছড়াচ্ছে। যে পরিসংখ্যান তিনি দিচ্ছেন, সেটা সঠিক নয়। অন্য রাজ্যে যখন বিরোধীরা রাজ্যের সুনাম করার কাজ করেন তখন শুভেন্দু অধিকারী রাজ্য কে বদনাম করার কাজ করছেন বলে অভিযোগ করেন মেয়র।
তৃণমূল কংগ্রেস মানুষের সমর্থনে রয়েছে। কারোর ব্যাক্তিগত ভাবে তৃণমূল কংগ্রেস নেই। তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতে ছিল থাকবে। তৃণমূল কংগ্রেস মিউনিসিপ্যালিটিতে আছে থাকবে। তৃণমূল কংগ্রেস রাজ্যতে আছে থাকবে বলে দাবী করেন মেয়র। মুকুল আর শোভনের মুখ্যমন্ত্রী সঙ্গে দেখা করা নিয়ে শুভেন্দুর সমালোচনার উত্তরে বলেন ফিরহাদ হাকিম। সব ব্যাপারে গায় মানেনা আমি মোড়ল। সব কিছু রাজনীতিতে নিয়ে আসছেন শুভেন্দু অধিকারী। এজেন্সি কে তাদের কাজ করতে দিন না,সত্যটা আপনিই প্রকাশ হবে । বিরোধী দলনেতাকে সমালোচনা করে মন্তব্য ফিরহাদ হাকিমের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct