সুব্রত রায়, আসানসোল, আপনজন: খুঁজে পাওয়া যাচ্ছে না আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে! এমনটাই দাবি তাঁদের। কাদের? যারা পোস্টার দিয়েছেন অগ্নিমিত্রার বিধানসভা এলাকায়। তবে কারা পোস্টার দিয়েছে, তা অবশ্য জানা যায়নি। শুক্রবার চোখে পড়েছে এমনই পোস্টার। সেখানে বিধায়কের ছবি দিয়ে বলা হয়েছে, নিখোঁজ। আরও বলা হয়েছে, ছটপুজো উপলক্ষ্যে এই বিধায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না। খোঁজ দিলেই মিলবে বিশেষ পুরস্কার। কী সেই পুরস্কার? সূর্যদেবের আশীর্বাদ! আর এই ঘটনাকে কেন্দ্র করে গুঞ্জন শুরু হয়েছে আসানসোল জুড়ে।
বিজেপি অভিযোগের আঙুল তুলেছে তৃণমূলের দিকে। তবে জোড়াফুল শিবির সেই অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি করেছে, এই ঘটনা আসলে গেরুয়া শিবিরের অন্তর্দ্বন্দ্বের ফল। কারণ বিজেপি মানেই না কি শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার-এই তিনটি শিবির। বিজেপির দাবি, দুর্গাপুজোয় নিজের এলাকায় মণ্ডপে মণ্ডপে ঘুরেছিলেন বিধায়ক। ছটপুজোতেও উপস্থিত থাকবেন তিনি। তৃণমূলের কটাক্ষ, বিধায়ক কি শুধুমাত্র উৎসবে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যই?বিধায়কের নিখোঁজ হওয়ার পোস্টারে ছেয়েছে গোপালপুরের ফতেপুর সংলগ্ন এলাকা। তবে কারা এই পোস্টার দিয়েছে তা জানা যায়নি। তবে এই পোস্টার এখন দেওয়াল ছাড়িয়ে ভাইরাল সোশ্যাল মিডিয়াতেও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct