আপনজন ডেস্ক: কদিন আগে মেটার মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ হঠাৎই বিভ্রাট দেখা দেয়। ভারত, বাংলাদেশ, ইতালি, ফ্রান্স, সাউথ আফ্রিকা, সেনেগালসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে গ্রাহকরা অভিযোগ জানাতে থাকে। ইংল্যান্ডে সকাল ৭ টা ৫৫ মিনিট থেকে হোটাসঅ্যাপে মেসেজ আদান-প্রদান বন্ধ হয়ে যায়। তবে কী কারণে এমনটা হচ্ছে তা সঙ্গে সঙ্গে জানাতে পারেনি সংস্থাটি। জনপ্রিয়তম মেসেজিং সার্ভিস হঠাৎ স্তব্ধ হওয়ার কারণে বিপাকে পড়ে হাজার হাজার গ্রাহক। হোয়াটসঅ্যাপ ওয়েবও সেই সঙ্গে ব্যাহত দেখা দেয়। তবে ৩ ঘণ্টা পরই স্বাভাবিক হয় এই পরিষেবা। মেটার পক্ষ থেকে মার্ক জুকারবার্গ জানান, প্রযুক্তিগত ত্রুটির কারণেই হঠাৎ পরিষেবা স্তব্ধ হয়েছিল। যদিও পরে তা ঠিক করা সম্ভব হয়েছে। যদিও প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, হোয়াটসঅ্যাপ বড়সড় সাইবার অ্যাটাকের সম্মুখীন হয়েছে। যে কারণে হোয়াটসঅ্যাপ পরিষেবা ব্যাহত হয় বিশ্বের বিভিন্ন দেশে। হোয়াটসঅ্যাপ কাজ করা বন্ধ হতেই তার ফাঁকে টেলিগ্রাম সহ অন্যান্য মেসেজিং অ্যাপে ভিড় জমাতে শুরু করেন গ্রাহকরা। সেটা মাথায় রেখে খুব দ্রুতই হোয়াটসঅ্যাপকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনল মেটা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct