জাহেদ মিস্ত্রী, সুন্দরবন, আপনজন: ম্যানগ্রোভ রক্ষার কাজে ছোট স্কুল পড়ুয়াদের আগেই যুক্ত করেছে বন দপ্তর। আবেপ্রবণ একদল আদিবাসী শিশুরা ম্যানগ্রোভকে চন্দনের ফোঁটা দিয়ে ভাইফোঁটা দিবস পালন করল। বৃহস্পতিবার সকালে হাঁটু সমান জলে নেমে ভাইফোঁটা পালন করে দক্ষিণ ২৪ পরগণা বন বিভাগের অধীন রামগঙ্গার ইন্দ্রপ্রস্ত গ্রামের নদীর পাড়ে। এদিন সকালে স্কুল শিক্ষিকারা কচিকাঁচাদের সঙ্গে নিয়ে নদীর পাড় ধরে পথ পরিক্রমা করে চরে নেমে গাছকে ফোঁটা দেন। তাদের হাতে প্লাকার্ডে লেখা ছিল ‘তোরা হাত ধর প্রতিজ্ঞা কর চিরদিন তোরা বন্ধু হয়ে থাকবি, বন্ধু কথার মর্যাদাটা রাখবি’। এই রকম কিছু আবেগাপ্লুত প্লাকার্ড নিয়ে তারা গাছকে ঘিরে নানা রকম অনুষ্ঠান করেছে। এদিন বিকালে দিগম্বরপুর গ্রামেও নদীর চরে অন্য একদল স্কুল পড়ুয়া সুন্দরবনের বিভিন্ন জীবজন্তুর মুখোশ করে গাছফোঁটা উৎসব করেছে। এই প্রসঙ্গে ডিভিশনাল ফরেস্ট অফিসার মিলনকান্তি মন্ডল বলেন, ‘ম্যানগ্রোভ প্ল্যান্টেশন রক্ষার কাজে আমরা স্কুল পড়ুয়াদের এগিয়ে আসতে আগেই আহ্বান জানিয়েছিলাম। সেই আনন্দে তারা ব্যক্তি পরিবর্তে গাছকে ফোঁটা দিতে চেয়েছে। আমার সেটাই করতে দিয়েছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct