নিজস্ব প্রতিবেদক, বারাসাত, আপনজন: বৃহস্পতিবার মহাসাড়ম্বরে বাঙালি সামাজিকতায় ভাইফোঁটার ছোঁয়ায় উদ্ভাসিত হচ্ছে বাঙালি পরিবারগুলো। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসরণ করে বিজয়ার উৎসব পালন করছে তৃণমূল কংগ্রেস দল। পরবর্তীতে শ্যামাপূজা ও ভাইফোঁটায় মেতে উঠেছে বাঙালি মন। এরই মধ্যে জনপ্রতিনিধিরা নেমে পড়েছে কালী প্রতিমা গুলো বিসর্জন থেকে শুরু করে ভাইফোঁটার অনুষ্ঠান নিয়ে। বলাবাহুল্য উত্তর চব্বিশ পরগনা জেলার শ্যামাপূজা বিশেষভাবে আকর্ষণ কাড়ে রাজ্যবাসীর কাছে। বৃহস্পতিবার রাতে প্রতিমা বিসর্জন স্থানগুলিতে উপস্থিত হয়ে সব রকমের তদারকি করার পাশাপাশি আধিকারিক ও জনপ্রতিনিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা বিশিষ্ট সমাজসেবী একেএম ফারহাদ। উক্ত দিনে সন্ধ্যায় হাড়োয়া বিধানসভা এলাকার গলাসিয়া বির্সজন ঘাটে উপস্থিত হয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর,আইসি রাজারহাট শেখ জামাল হোসেন, সমষ্টি উন্নয়ন আধিকারিক ঋষিকা দাসের সঙ্গে যোগাযোগ করে সমস্ত রকমের ব্যবস্থা খতিয়ে দেখেন একেএম ফারহাদ। এদিনের এই প্রতিমা বিসর্জন স্থানগুলিতে এলাকার জনপ্রতিনিধি শ্যামসুন্দর ঘোষ, স্বপন কর্মকার, তারক দাস, শর্মিষ্ঠা ঘোষেরা খুশি জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকদের তৎপরতা দেখে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct