আপনজন ডেস্ক: শেষ পর্যন্ত টুইটার অধিগ্রহণ করলেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। ‘মাইক্রো ব্লগিং সাইটটি অধিগ্রহণের পরপরই শীর্ষ কর্মকর্তাদের ছাঁটাইয়ের পথে হাঁটলেন তিনি। জানা গিয়েছে, টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পরাগ আগারওয়াল ও সংস্থার প্রধান অর্থনৈতিক কর্মকর্তা (সিএফও) নেড সিগালকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইলন মাস্ক এক বিবৃতিতে জানান, তিনি টুইটার অধিগ্রহণ করছেন। 'মানবতার স্বার্থেই' তার এই পদক্ষেপ বলে বার্তা দেন ইলন মাস্ক। সবচেয়ে মজার বিষয়, বুধবার সান ফ্রান্সিসকোতে টুইটারের সদর দফতরে হুট করেই ইলন মাস্ক বেসিন হাতে নিয়ে হাসিমুখে প্রবেশ করেন। যা দেখে তাজ্জব বনে যান সবাই।
তবে অনেকের প্রশ্ন ইলন মাস্ক কেন টুইটার কিনলেন? এর জবাবে মাস্ক টুইটারে লেখেন, 'কেন আমি টুইটার অধিগ্রহণ করলাম সে ব্যাপারে সবাইকে জানাতে চাই। আরও অর্থ উপার্জনের জন্য এটি কিনিনি। মানবতার জন্য কিনেছি। মানবতার ভবিষ্যৎ এমন হওয়া উচিত, যেখানে সবার স্বাধীন মতামত প্রকাশের একটা ডিজিটাল প্ল্যাটফর্ম থাকবে। সুস্থ পরিবেশে বিতর্ক হবে। বর্তমানে বিপজ্জনক পরিস্থিতি রয়েছে, যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম কট্টর ডানপন্থী ও কট্টর বামপন্থীদের কয়েকটি গোষ্ঠীতে ভাগ হতে চলেছে। যা সমাজে ঘৃণা ও বিভাজন বাড়াবে।' টুইটারে বিজ্ঞাপন নীতি কী হওয়া উচিত, সে ব্যাপারে ইলন মাস্ক আরও জানান, ' বিজ্ঞাপন সঠিকভাবে ব্যবহার করা হলে, তা মানুষকে অনেক তথ্য পেতে সাহায্য করবে। অপ্রাসঙ্গিক বিজ্ঞাপন ‘স্প্যাম’এর মতো।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct