আপনজন ডেস্ক: ভুয়া ‘জালিয়াতি মামলা’য় দোষী সাব্যস্ত করা হয়েছে হংকংয়ের গণতন্ত্রকামী ধনকুবের তথা মিডিয়া টাইকুন জিমি লাইকে। সরকারের সঙ্গে চুক্তিভঙ্গের অভিযোগে লাইয়ের বিরুদ্ধে মামলা চলছিল হংকংয়ের একটি আদালতে। মঙ্গলবার সেই মামলায় রায় দিয়েছেন বিচারক। বিতর্কিত নিরাপত্তা আইন প্রয়োগ করে আগেই গ্রেপ্তার করা হয় মিডিয়া টাইকুন জিমি লাইকে। তার পর থেকে কারাগারে আছেন তিনি। হংকংয়ের গণতন্ত্রকামীদের অন্যতম মুখ তিনি।বরাবরই চীনের স্বৈরাচারের বিরুদ্ধে সরব হয়েছেন নেক্সট ডিজিটাল মিডিয়া সংস্থার কর্ণধার লাই। চীনবিরোধী খবর প্রকাশের জন্য বছরখানেক আগে বন্ধ করে দেওয়া হয়েছে জিমির সংস্থার সংবাদপত্র ‘অ্যাপল ডেইলি’-কে। তার আগে এক সাক্ষাৎকারে জিমি লাই সাফ জানিয়ে দিয়েছিলেন, হংকংয়ে থেকেই তিনি গণতন্ত্রের পক্ষে লড়াই চালিয়ে যাবেন। নতুন জাতীয় নিরাপত্তা আইনে তাকে নিশানা করবে বেইজিং বলে সেখানে আশঙ্কা প্রকাশ করেছিলেন জিমি লাই। সেই আশঙ্কাই সত্যি হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct