অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: পঞ্জিকার হিসেবমতে কালীপূজার দুই দিন পরে ভাইফোঁটা অনুষ্ঠিত হয়। সেই মতো এবছর বৃহস্পতিবার ছিল ভাই ফোটা পরব। এদিন ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে বোনেরা তাঁদের দীর্ঘায়ু ও উন্নতির কামনা করেন। এদিন সরে জমিনে বাজারে গিয়ে লক্ষ্য করা গেল, ভাইফোঁটার বাজারে মাছ মাংস শাক-সব্জির দাম ছিল অগ্নি মূল্য। বাজারে খাসির মাংস প্রতি কেজি ৬৮০ টাকা, মুরগির মাংস(ব্রয়লার) ২৫০ টাকা প্রতি কেজি, রুই- কাতলা প্রভৃতি বড় মাছ গড়ে ২৫০-৩০০ টাকা প্রতি কেজি, আলু কেজি প্রতি মূল্য ৩০ টাকা। ১ কেজি পেয়াজের দাম ৪০ টাকা। শাক সবজি, ফুলকপি, বাঁধাকপির দামও বর্ধিত,ফুলকপি ৯০ টাকা প্রতি কেজি, বাঁধাকপি ৪০ টাকা প্রতি কেজি। তবে জিনিসপত্রের দাম অগ্নি মূল্য হলেও ভাইফোঁটার আনন্দে কোনরকম ভাটা পড়েনি।
ভ্রাতৃদ্বিতীয় শুভ লগ্নে এদিন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার তরফে আয়োজন করা হয়েছিল ভাইফোঁটার। গঙ্গারামপুর থানা প্রাঙ্গণে এই ভাইফোঁটার আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (গ্রামীণ) ডেন্ডুপ শেরপা, গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য, গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র সহ অন্যান্য পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা। এদিন থানার মহিলা পুলিশ কর্মী ও মহিলা সিভিক ভলেন্টিয়াররা পুলিশ আধিকারিক ও পুলিশকর্মী এবং সিভিক ভলেন্টিয়ারদের ভাইফোঁটা দেন। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা জানান, গঙ্গারামপুর থানায় আজ ভাইফোঁটার আয়োজন করা হয়েছিল। খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে। থানাতে বিভিন্ন ধরনেরই প্রোগ্রাম করা হয়ে থাকে। তবে এই ধরনের প্রোগ্রাম হয়তো আগে করা হয়নি, এই প্রথম আয়োজন করা হল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct