আপনজন ডেস্ক: সুপ্রিম কোর্টে বিদ্বেষ ভাষণের বিরুদ্ধে রাজ্যগুলিকে কঠোর হওয়ার কথা বলার পর উত্তরপ্রদেশে সরকার সবার আগে তৎপরতা দেখাল। তাদের আর্জির ভিত্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার দায়ে রামপুরের সমাজবাদী পার্টির বিধায়ক আজম খানকে তিন বছরের কারাদণ্ডের আদেশ দিল রামপুর আদালত। যদিও পরে তাকে ২৫ হাজার টাকার জামিনে মুক্তি দেওয়া হয়েছে।উচ্চ আদালতে আপিল করার জন্য তাকে ৭ দিন সময় দেওয়া হয়েছে। আসলে, আজম খানের বিরুদ্ধে গত লোকসভা নির্বাচনের সময় মিলাক থানা এলাকায় এক জনসভায় নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ ও রামপুরের তৎকালীন ডিএম-এর বিরুদ্ধে অশালীন মন্তব্য করার অভিযোগ করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct