সুব্রত রায়, কলকাতা, আপনজন: ফের সেরার তালিকায় নাম উঠে এল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। কেন্দ্রের প্রকাশ করা ক্রমতালিকায় রাজ্যের মধ্যে সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে আগেই জায়গা করে নিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার কিউএস ওয়ার্ল্ড ক্রম তালিকায় ‘সাসটেনেবিলিটি ফোকাসিং অন এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যান্ড সোশ্যাল ইম্প্যাক্ট’-এর ক্যাটাগরিতে স্বীকৃতি পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়। সারা বিশ্বের মোট ৭০০টি শিক্ষাপ্রতিষ্ঠান এই তালিকায় জায়গা পেয়েছে। যার মধ্যে ভারত থেকে রয়েছে মোট ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান। এই ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই রাজ্য থেকে একমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ই এই তালিকায় জায়গা পেয়েছে। শুধু তাই নয় সারা দেশের মধ্যে অষ্টম স্থান অর্জন করেছে এই বিশ্ববিদ্যালয়, এমনটাই জানা গিয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাড়াও উএস ওয়ার্ল্ড ক্রম তালিকায় ভারত থেকে যে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান জায়গা পেয়েছে তাদের মধ্যে রয়েছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, জামিয়া মিল্লিয়া ইসলামিয়া, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের মত শিক্ষা প্রতিষ্ঠানগুলি। ভারত থেকে জায়গা পাওয়া এই সকল বিশ্ববিদ্যালয় গুলির মধ্যে প্রথম স্থান অর্জন করেছে আইআইটি বম্বে। এর আগে সম্প্রতি ন্যাশনাল ইনস্টিটিউট ক্রমতালিকার ফ্রেমওয়ার্কের তালিকা প্রকাশ করেছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তাতে রাজ্যের মধ্যে সেরার শিরোপা পায় যাদবপুর বিশ্ববিদ্যালয়। এছাড়া দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছিল এই শিক্ষা প্রতিষ্ঠান। এরপর বিশ্ব র্যাঙ্কিংয়েও ভারত থেকে জায়গা পাওয়া ১৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাজ্যের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জায়গা পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct