সুব্রত রায়, কলকাতা, আপনজন: ভাইফোঁটায় আসানসোল সংশোধনাগারে আয়োজন করা হয়েছিল ভুরিভোজের। অবশ্য, এই আয়োজন আগে করা হয়েছিল কালীপুজোর দিনেই। তবে ওই দিন অনেকেই উপোস করেন। তাই পিছিয়ে গিয়ে ভুরিভোজের আয়োজন করা হয়েছিল আজ। এখানেই অনুব্রত মণ্ডল রয়েছেন বিচারাধীন বন্দি হয়ে।ভুরিভোজের খাবার খেয়েছেন তিনিও। তবে যথেষ্ট মেপে। সংশোধনাগার সূত্রে খবর এমনটাই। এদিনের মেনুতে ছিল ফ্রায়েড রাইস, চিকেন, চাটনি, পাঁপড়, দই ও দু’ই রকমের মিষ্টি। আর নিরামিষাশীদের জন্য ছিল পনীর, সবজি। সব কিছুই না কি অল্প অল্প করে মুখে তুলেছেন কেষ্ট। এদিকে, সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষা করে দেখা গিয়েছে অনুব্রতর ওজন কমেছে প্রায় ৯ কেজি। বর্তমান ওজন ১০০। অন্যদিকে, বৃহস্পতিবার প্রথমবারের জন্য তাঁকে তলব করেছিল ইডি। বিপুল পরিমাণ সম্পত্তির উৎসের সন্ধান জানতেই তাঁকে তলব করা হয়েছিল। উল্লেখ্য, এএনএম অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেড এবং নীড় ডেভলপার্স প্রাইভেট লিমিটেড দু’ই সংস্থার ডিরেক্টর পদে নাম রয়েছে সুকন্যা মণ্ডলের। সিবিআই চার্জশিটেও উল্লেখ রয়েছে এই দু’ই সংস্থার। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ৩ কোটি টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে সুকন্যার নামে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct