আপনজন ডেস্ক: বাংলা ও বাঙালি জাতির জননায়ক, হিন্দু - মুসলিমের ঐক্যের প্রতীক শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৪৯তম জন্মজয়ন্তী বুধবার উদযাপন করা হল মেদিনীপুরসহ বাংলার বিভিন্ন প্রান্তে। ফজলুল হকের অবদান অপরিসীম। অবৈতনিক স্কুল, বাঙালি জাতির বড় উৎসব পয়লা বৈশাখের ছুটি, শিক্ষা, কৃষি বিভিন্ন ক্ষেত্রে তিনি কাজ করেছেন। কৃষক মজদুরের তিনি ছিলেন চোখের মণি। ভূমিপুত্র উন্নয়ন মোর্চা অফ ইন্ডিয়া গত তিন বছর ধরে হকের জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন করে আসছে বলে উদ্যোক্তারা জানান। এই বছর বাংলার বিভিন্ন জেলা জুড়ে ডিজিটাল ও ফিজিক্যাল পোস্টারিং এর মাধ্যমে ‘শেরে বাংলা’ সপ্তাহ পালন করা হয়েছে। ভূমির তরফে ফজলুল হকের নামে বাংলায় বিশ্ববিদ্যালয় ও স্মৃতিফলক স্থাপনের দাবি উঠেছে। আগামী দিনে ফজলুল হককে নিয়ে বৃহত্তর কর্মসূচি নেওয়া হবে বলে জানান ভূমির শীর্ষ নেতৃত্ব কমিটির সদস্য ওয়াহেদ মির্জা। ভূমির অপর শীর্ষ নেতৃত্ব কমিটির সদস্য শেখ আবদুল মুরাদ জানান, যে শেরে বাংলার অসাম্প্রদায়িক জীবন গাথা সারা বাংলায় ছড়িয়ে দিতে তারা বদ্ধপরিকর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct