কুতুব উদ্দিন মোল্লা, বাসন্তী, আপনজন: প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তী ব্লক। প্রতিনিয়ত মারামারি,হানাহানি লেগেই রয়েছে।সাধারণ মানুষজন রয়েছেন ভয়ে আতঙ্কে। কবে ফিরবে শান্তি? সেই অপেক্ষায় বাসন্তী ব্লকের সাধারণ মানুষ।বাসন্তীতে শান্তি ফেরাতে অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে পুলিশের তরফ থেকে।এর আগেও বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রাহণ করা হয়েছিলো।সাধারণ মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে এলাকায় শান্তির বার্তা দিতে বদ্ধ পরিকর পুলিশ প্রশাসন।সেই কারণেই কালীপূজোর শেষে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয় পুলিশের তরফে। সকলস্তরের সাধারণ মানুষকে একত্রিত করে এক আনন্দমূখর অনুষ্ঠানের আয়োজন করা হয় বাসন্তী থানার মাঠে। এদিন বিজয়া সম্মিলনী অনুষ্ঠান মঞ্চ থেকে এলাকার বিশিষ্ট গুণীজন,২৫ জন কৃতি ছাত্র-ছাত্রীদের কে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। পাশাপাশি এলাকার ৫০০ দুঃস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় বাসন্তী থানার পুলিশের পক্ষ থেকে।পুলিশের কাছ থেকে নতুন বস্ত্র পেয়ে খুশি এলাকার দুঃস্থ মানুষজন।
পুলিশের তরফে জানানো হয়েছে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তাঁরা বদ্ধ পরিকর।যে কোন পরিস্থিতিতে শিষ্টের পালন করে দুষ্টের দমন করতে ২৪ ঘন্টাই প্রস্তুত পুলিশ প্রশাসন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং মহকুমা পুলিশ আধিকারীক দিবাকর দাস,বাসন্তী থানার আইসি দুর্গাপ্রসাদ মজুমদার,ক্যানিং থানার আইসি সৌগত ঘোষ,ক্যানিং-বাসন্তী ট্রাফিক ইন্সপেক্টর মলয় দাস,সিআই ক্যানিং বিমল মন্ডল,ক্যানিং ট্রাফিক ওসি দেবপ্রসাদ সরদার,ক্যানিং মহিলা থানার ওসি তনুশ্রী মন্ডল,বাসন্তীর জয়েন্ট বিডিও তারক অধিকারী সহ বিশিষ্টজনেরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct