নিজস্ব প্রতিবেদক, নিউ টাউন, আপনজন: কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। অনুষ্ঠান প্রিয় বাঙালির কাছে দূর্গাপূজার আনন্দ শেষ হতেই শুরু হয়ে যায় শ্যামাপুজা। জেলার পুজোগুলোর মধ্যে উঃ চব্বিশ পরগনা জেলা অন্যান্য জেলাগুলিকে টেক্কা দেয় শ্যামা পূজার মন্ডপ থেকে আলোক সজ্জায়। তাই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে এই জেলার বারাসাত, রাজারহাট সহ অন্যান্য স্থানগুলোতে। রাজারহাট এলাকায় শ্যামাপূজা উদ্বোধনী অনুষ্ঠানে হেভিওয়েটদের আগমনে উদ্ভাসিত হয়েছিল নিউটাউনের এই অঞ্চলগুলি। বুধবার সন্ধ্যায় রাজারহাট হরেকৃষ্ণ স্মৃতি পল্লীর পরিচালনায় শ্যামাপুজার ৫৫ তম বর্ষের অনুষ্ঠান ও নারায়ণপুর নেতাজি সংঘের পুজো মণ্ডপে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী তথা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সহকর্মীদের আগমন মানুষের মন জয় করে নেয়। উক্ত দিনে এই অঞ্চলের বিভিন্ন পূজা মন্ডপে উপস্থিত থেকে মানুষের সঙ্গে মতবিনিময় করেন পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, বনমন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক, দমকল মন্ত্রী সুজিত বোস, তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুনাল ঘোষ, স্থানীয় বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, রাজারহাট ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রবীর কর, কাউন্সিলর পিনাকী নন্দী,রহিমা বিবি,ডাম্পি মন্ডল, আরিত্রিকা থেকে ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct