এহসানুল হক, বসিরহাট, আপনজন: প্রত্যান্ত সুন্দরবন অঞ্চলের সন্দেশখালীর মহিলারা ম্যানগ্রোভের দীর্ঘায়ু কামনা করার জন্য ভাইফোঁটার আগে ম্যানগ্রোভের গায়ে ফোটা দিয়ে দীর্ঘায়ু কামনা করলেন।সন্দেশখালীর জেলা পরিষদের সদস্য তথা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শিবপ্রসাদ হাজরা ও সন্দেশখালীর আগারহাটি গ্রাম পঞ্চায়েতে প্রধান তথা সন্দেশখালির বিধানসভার তৃণমূলের পর্যবেক্ষক। শেখ শাহাজানের উদ্যোগে বুধবার সন্দেশখালীতে ম্যানগ্রোভ গাছে ফোঁটার আয়োজন করা হয়। এদিন রায়মঙ্গল, ছোট কলাগাছি নদীর পাড় সংলগ্ন নদীর চরে থাকা ম্যানগ্রোভের গায়ে ফোটা দেন এলাকার মহিলারা। চন্দনের ফোঁটা দিয়ে ও মালা ঘুমসি পরিয়ে ম্যানগ্রোভকে ফোটা দেয় মহিলারা। এই প্রসঙ্গে সন্দেশখালির কনভেনার শেখ সাহজাহান বলেন, আমাদের সুন্দরবনকে রক্ষা করতে হলে গাছকে রক্ষা করতে হবে। সেই গাছ রক্ষা পেলে নদীর বাঁধ ভালো থাকবে ।সেই দিক তাকিয়ে গাছের দীর্ঘায়ু কামনা করে গাছের গায়ে ভাইফোঁটার আগে গাছের গায়ে ফোঁটা দিলাম।তৃণমূল নেতা জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরা বলেন,আমারা মানুষের জন্য রয়েছি সন্দেশখালি মানুষের জন্য সুখে দুঃখে সব সময় আমাদের নেতা শেখ শাহজাহান রয়েছেন ।তারি উদ্যোগে আজ মহিলাদেরকে নিয়ে গাছে ফোঁটার ব্যাবস্থা করা হলো। এলাকার মহিলারা বলেন সুন্দরবনকে সুরক্ষিত করতে গেলে গাছের সুরক্ষা দরকার তাই গাছের দীর্ঘায়ু কামনা করে আজ শেখ শাহজাহানের উদ্যোগে করা হলো গাছের উপর ফোঁটা। গাছের দীর্ঘায়ু কামনা করে। আমরা শেখ শাহজাহানকে ধন্যবাদ জানাই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct