অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: ডাম্পারের ধাক্কায় মৃত্যু এক বাইক আরোহীর। ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছেন আরো একজন ব্যক্তি। মূলত ট্রাফিক ব্যবস্থার গাফিলতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে এই অভিযোগে এরপরই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি পুরো বিষয়টি ক্ষতির দেখা হচ্ছে পুলিশের তরফে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুর ১টা নাগাদ এই পথ দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের। ঘটনায় গুরুতরভাবে আহত হন আরো একজন বাইক আরোহী। স্থানীয় ও পুলিশের তৎপরতায় দ্রুত ঐ আহত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় রশিদপুর গ্রামীণ হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা। অন্যদিকে, দুর্ঘটনা ঘটার পর ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থার গাফিলতির অভিযোগে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে আসেন বংশীহারী থানার আইসি মনোজিৎ সরকার। অবশেষে বংশীহারী থানার পুলিশের তরফে বিক্ষিপ্ত জনতা কে বুঝিয়ে তুলে দেয়া হয় অবরোধ এবং স্বাভাবিক হয় যান চলাচল। জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম আজগর আলী (৬০)। তাঁর বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের অন্তর্গত লৌহচর এলাকায়। আহত ব্যক্তির নাম আজিবুল ইসলাম। তার বাড়ি ওই একই এলাকায়। তিনি ডান পায়ে চোট পান। বর্তমানে গুরুতর আহত অবস্থায় রশিদপুর গ্রামীণ হাসপাতালে চলছে তার চিকিৎসা। এদিন হরিপুর মিশর মোড় এলাকা থেকে বুনিয়াদপুরের দিকে আসছিলেন আজগর আলী। সেই সময় মালদার অভিমুখে যাওয়া একটি ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলই মৃত্যু হয় তাঁর। এরপরই ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় বংশীহারী থানার পুলিশের তরফে। পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখছে বংশীহারী থানার পুলিশ। এ বিষয়ে জেলা পুলিশ সুপার রাহুল দে জানান, ‘পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি ট্রাফিক ব্যবস্থা সম্পর্কিত কোনো গাফিলতির বিষয় সামনে আসে, তাহলে সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct