রঙ্গিলা খাতুন, বড়ঞা, আপনজন: সরকারি ঠিকাদারির কাজ করতে দিতে হয় কমিশন। মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার ওসির মুখে বিস্ফোরক অভিযোগ। কালীপুজোর একটি অনুষ্ঠানে এসে বড়ঞা থানার ওসি সন্দীপ সেন বলেন, ঠিকাদারি সংস্থার কাজ করতে ব্লকে চার শতাংশ কমিশন দিতে হয়। আগের ওসিকে দিতে হত পাঁচ শতাংশ কমিশন। এখানেই শেষ নয়, স্থানীয় বাসিন্দাদের দিতে হত চার থেকে পাঁচ শতাংশ কমিশন। ওসি’র মুখে এ হেন দাবি শুনে চোখ কপালে উঠেছে অনেকরই। ওই ভিডিয়োটি ভাইরাল হতেই শোরগোল রাজনৈতিক মহলে।
সেই কন্ট্রাক্টর নিজে ২০ পার্সেন্ট খাচ্ছে। বিডিও অফিসে ৪ পারসেন্ট দিয়েছে। আগের ওসিকে ৫ পার্সেন্ট দিয়েছে। আর খেঁকশিয়ালের বাচ্চাদেরকে অর্থাৎ স্থানীয় তৃণমূল নেতাদের বোঝাতে চেয়েছে যাদের আরও প্রায় ৫ শতাংশ টাকা দিতে হয়েছে। তবে সেনবাবু তাঁর বক্তৃতায় প্রাক্তন ওসির নাম করেননি। ওই ভিডিওতে বড়ঞার ওসিকে দাবি করতে শোনা যাচ্ছে তিনি থানার দায়িত্ব নেওয়ার পর এই কাটমানি খাওয়া বন্ধ করে দিয়েছেন এবং বর্তমান বিধায়কের সাথে কথা বলে ঠিক করে দিয়েছেন প্রত্যেক অঞ্চলের কন্ট্রাক্টর সেই অঞ্চলেই কাজ করবে। তবে এখন থেকে তিনি গ্রামবাসীদের কাজ বুঝে নিতে বলেন। যে ভিডিওটি ইতিমধ্যে সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে তাতে সন্দীপবাবুকে আরও বলতে শোনা যাচ্ছে ,’বরাদ্দ টাকার মাত্র ২৫ শতাংশ দিয়ে কি করে এলাকার কাজ হবে। তাই আমি জীবনকে বলেছি ভাল ছেলেদেরকে নিয়ে নতুন করে কমিটি তৈরি করতে হবে।’ সেই সময় ওই অনুষ্ঠানে তাঁর সাথে মঞ্চে উপস্থিত ছিলেন বড়ঞা তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। থানার ওসির এই বক্তব্য ভাইরাল হতেই তার সমালোচনা করে তৃণমূল পরিচালিত বড়ঞা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মাহে আলম বলেন,’ উন্নয়নে নিরিখে মুর্শিদাবাদ জেলার ২৬ টি ব্লকের মধ্যে বড়ঞা পঞ্চায়েত সমিতি তিন নম্বর স্থান অধিকার করেছে। উনি প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে যা বলেছেন তা আসলে সরকারের বিরোধিতা। উনি বলছেন ওই থানারই প্রাক্তন ওসি কন্ট্রাক্টরদের কাছ থেকে ৫ শতাংশ কাটমানি খেয়েছেন। আমরা দাবি করছি তিনি সেই ওসির নাম বলুন।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct