আপনজন ডেস্ক: বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন করেছেন, নোটের গায়ে যেন গণেশ ও দেবী লক্ষ্মীর ছবি থাকে। এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, গণেশ ও লক্ষ্মীর ছবি নতুন নোটে ছাপানো যেতে পারে। তিনি আরও জানান, নতুন নোটে একদিকে মহাত্মা গান্ধী এবং অন্যদিকে দুই দেবদেবীর ছবি থাকতে পারে। তিনি আরও বলেন, চেষ্টা করা সত্ত্বেও, কখনও কখনও আমাদের প্রচেষ্টা ফলপ্রসূ হয় না যদি দেব-দেবীরা আমাদের আশীর্বাদ না করে। আমি প্রধানমন্ত্রী (মোদী)-র কাছে আবেদন করছি যে আমাদের মুদ্রায় (নোট) ভগবান গণেশ এবং দেবী লক্ষ্মীর ছবি রাখুন। তিনি বলেন, আমাদের মুদ্রায় (নোট) যদি লক্ষ্মী-গণেশের ছবি থাকে, তাহলে আমাদের দেশের উন্নতি হবে। আমি এ বিষয়ে এক বা দুই দিনের মধ্যে (প্রধানমন্ত্রীকে) চিঠি লিখব। এ ব্যাপারে তিনি ইন্দোনেশিয়ার উদাহরণ তুলে ধরেন। বলেন, ইন্দোনেশিয়া একটি মুসলিম দেশ, অথচ তার মুদ্রার নোটে গণেশের একটি ছবি রয়েছে।
তিনি বলেন, ইন্দোনেশিয়া যখন পারবে, তাহলে আমরা কেন পারব না? ছবিগুলি নোটগুলিতে মুদ্রণ করা যেতে পারে। কেজরিওয়ালের আক্ষেপ, ভারতের অর্থনীতি ভালো অবস্থায় নেই। তাই তিনি দুঃখ প্রকাশ করে বলেন, মার্কিন ডলারের তুলনায় টাকার অবমূল্যায়নের কারণে দেশটি একটি নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আমরা সবাই চাই ভারত ধনী হোক এবং এখানকার প্রতিটি পরিবার সমৃদ্ধ হোক। আমাদের বড় আকারে স্কুল ও হাসপাতাল খুলতে হবে। এর ফলে কেজরিওয়াল বুঝিয়ে দিলেন, তিনি বিজেপির কট্টর হিন্দুত্ববাদী মনোভাবকে টেক্কা দিতে চান। কেজরিওয়াল আরও বলেন, আম আদমি পার্টি দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত এবং জোর দিয়ে বলেছেন যে জাতীয় রাজধানীর জনগণ বিজেপিকে প্রত্যাখ্যান করবে। তিনি বিজেপিকে গুজরাতে একটি ভাল কাজ করার কথা উল্লেখ করার জন্যও চ্যালেঞ্জ করেছিলেন, যেখানে তারা গত ২৭ বছর ধরে সরকার পরিচালনা করেছে। গুজরাতের আসন্ন নির্বাচন নিয়ে কেজরিওয়াল বলেন, সমস্ত শয়তান শক্তি আমাদের বিরুদ্ধে জোট বেঁধেছে। শহরের দূষণের মাত্রা হ্রাসের জন্য দিল্লির বাসিন্দাদের প্রচেষ্টারও প্রশংসা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। এ নিয়ে তিনি বলেন, আমরা এখনও সন্তুষ্ট নই। আমরা দিল্লিকে সবচেয়ে পরিষ্কার বাতাসের শহর হিসেবে গড়ে তুলতে চাই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct