বিজেপির থিম সং এ পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শাষকদলকে অপমান করা হয়েছে। এই অভিযোগে পশ্চিমবঙ্গের আসানসোল কেন্দ্রের বিজেপি সাংসদ- গায়ক বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে মামলা করলো একটি সংগঠন। আসানসোল দক্ষিন থানায় বর্ধমান স্টুডেন্ট লাইব্রেরী কো- অর্ডিনেশন কমিটির পক্ষে আসানসোল দক্ষিন থানায় অভিযোগ করে মামলা করেছেন সংগঠনের পক্ষে গৌরব গুপ্ত।
বিজেপি এখনও এ রাজ্যের প্রার্থী তালিকা প্রকাশ করেনি। তবে বিজেপি প্রচারের অঙ্গ হিসেবে থিম- সং রের্কড করা হয়েছে মুম্বাইয়ের একটি স্টুডিওতে। বিরোধীদের বিভিন্ন শ্লোগানের কথাকে একত্রিত করে গান লিখেছেন অমিত চক্রবর্তী নামের এক ব্যাক্তি। থিম সং এর সুর করেছেন বাবূল সুপ্রিয়। গেয়েছেন তিনি নিজেও। কিন্তু গানের মধ্যে মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের শাষকদল কে অপমান করা হয়েছে বলে অভিযোগ দায়ের হয়েছে। যদিও এই মামলা নিয়ে বিচলিত নন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, পুলিশ তৃনমূলের, মানুষ আমাদের, এনিয়ে চিন্তিত নেই। বলেন, মিথ্যা এফআইআর নিয়ে বিচলিত নই। তবে গানের মধ্যে ভুল কিছু থাকলে তা সংশোধন করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct