কুতুব উদ্দিন মোল্লা, ক্যানিং, আপনজন: গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং থানার অন্তর্গত তালদি গ্রাম পঞ্চায়েতের পূর্বরাজাপুর গ্রামে।আগুনে পুড়ে সর্বস্য ছাই হলো এক গৃহস্থের ঘরবাড়ি।স্থানীয় সুত্রে জানা গিয়েছে সোমবার রাতে রাজাপুর গ্রামের বাসিন্দা কেনারাম সরদার,সহ পরিবারের অন্যান্য সদস্যরা খাওয়া-দাওয়া বাড়ির অদূরে কালীপূজো দেখতে গিয়েছিলেন।সেই সময় কেনারাম সরদার পরিবারের মেজো মেয়ে মঙ্গলা সরদার বাড়িতে একা ঘুমিয়ে ছিলো। সেই সময় স্থানীয়দের নজরে পড়ে আগুনের লেলিহান শিখা। তারা দৌড়ে আসে। ঘুম চোখে কোন রকমে সরদার পরিবারের মেজো মেয়ে কে অক্ষত অবস্থায় উদ্ধার করে বাইরে নিয়ে আসে স্থানীয়রা। ততক্ষণে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়েছে। এদিকে আবার বাড়িতে রাখা রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে আগুন আরো ভয়াবহ চেহারা নিয়ে সব কিছুই গ্রাস করে নেয়। স্থানীয়রা দমকল কেন্দ্রে খবর দেয়।খবর পাওয়া মাত্র দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছালেও সংকীর্ণ রাস্তার জন্য ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি দমকলের ইঞ্জিন।ততক্ষণে আগুনে ফুলকিতে রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে আরো দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বালতি করে জল ঢেলে আগুন আয়ত্বে আনার চেষ্টা করে। কয়েক ঘন্টার চেষ্টা আগুন আয়ত্বে আনতে পারলেও কেনারাম সরদারের বাড়িঘর,প্রয়োজনীয় মুল্যবান কাগজপত্র সহ আসবাবাপত্র পুড়ে ভষ্মীভূত হয়ে যায়।তবে কি ভাবে এমন ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct