আপনজন ডেস্ক: যানজটে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট করতে চান না অনেকে। অল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে বাইকই ভরসা।তবে হঠাৎ বৃষ্টি চলে এলে অনেকেই সমস্যায় পড়ে যান।যদিও কেউ কেউ বৃষ্টির মধ্যে ঝুঁকি নিয়ে বাইক চালানোর চেয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে পড়ে। অনেকের আবার তাড়া থাকায় গায়ে রেনকোর্ট চাপিয়ে বৃষ্টিতে বাইক চালিয়ে বেরিয়ে যান। তবে বৃষ্টির মধ্যে বাইক চালানোর সময় সতর্কতা অবলম্বন করুন। এতে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবেন। বৃষ্টির মধ্যে বাইক চালানোর সময় যথেষ্ট সর্তক থাকতে হবে। বৃষ্টির মধ্যে স্বাভাবিকভাবেই রাস্তা পিচ্ছিল থাকে। তার ধীরে বাইক চালান। দ্রুত গতিতে বাইক চালানো মোটেই উচিত হবে না। যেহেতু রাস্তা পিচ্ছিল থাকে তাই দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো মুহূর্তে।সব সময় অন্য গাড়ির থেকে দূরত্ব বজায় রেখে চলুন। এতে রাস্তায় জলে ডুবে থাকা গর্তের অবস্থান বুঝতে সুবিধা হবে।জলে ডুবে থাকা রাস্তা এড়িয়ে চলুন। হাঁটু পর্যন্ত জমা জলে বাইক চালালে ইঞ্জিনের ক্ষতি হতে পারে। সাইলেন্সরে জল ঢুকতে পারে। বাইক কখনোই বেশিক্ষণ জলের উপর দাঁড় করিয়ে রাখবেন না। বৃষ্টিতে কখনোই হঠাৎ ব্রেক কষবেন না। বেশি বেশি পিছনের চাকার ব্রেক ব্যবহার করুন।খুব প্রয়োজন হলে হালকা করে সামনের ব্রেক চাপুন। পিচ্ছিল রাস্তায় গাড়ি সোজা রাখার চেষ্টা করবেন।অবশ্যই হেলমেট এবং রেনকোট ব্যবহার করুন। বৃষ্টির সময় ঘর থেকে বের হওয়ার আগেই বাইকের চাকা পরীক্ষা করে নিন। যদি আপনার টায়ারের গ্রিপ নষ্ট হয়ে যায়, তাহলে আপনার গাড়িটি সহজেই রাস্তায় স্কিড করতে পারে। তাই বাইকের টায়ার দ্রুত পাল্টে নেবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct