আপনজন ডেস্ক: রাশিয়ার হামলা প্রতিরোধে সহায়তা না করার অভিযোগ তোলে জার্মানির ওপর ক্ষুব্ধ ছিল ইউক্রেন। তবে সেই ক্ষোভের মধ্যেই আচমকা কিয়েভ সফর করলেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার। জানা গেছে, রাশিয়ার হামলা প্রতিরোধে কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সহায়তার ক্ষেত্রে জার্মানির ‘ঘাটতি’ ছিল। তাই মিত্র দেশটির ওপর ক্ষুব্ধ ছিল ইউক্রেনের সরকার। তবে কয়েক মাস আগে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস কিয়েভ সফর করেন। এবার কিয়েভ সফর করলেন দেশটির প্রেসিডেন্ট। গত এপ্রিল মাসের মাঝামাঝি পোল্যান্ড, লিথুয়ানিয়া, এস্তোনিয়া ও লাটভিয়ার প্রেসিডেন্টের সঙ্গে স্টাইনমায়ারেরও কিয়েভ যাওয়ার পরিকল্পনা ছিল। তবে ইউক্রেনের সরকার সফরের ঠিক আগে তাকে না আসার অনুরোধ করে। রাশিয়ার সঙ্গে ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ারের অতীতের ‘ঘনিষ্ঠতাকে’ কেন্দ্র করে ইউক্রেনে ক্ষোভ সৃষ্টি হয়। অবশেষে তা কাটিয়ে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মঙ্গলবার আলোচনায় বসছেন ফ্রাংক-ভাল্টার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct