আপনজন ডেস্ক: সামনে বিধানসভা ভোট গুজরাতে। তার আগে দিওয়ালির রাতে গুজরাতের ভদোদরা শহরের একটি এলাকায় আতসবাজি ফাটানোকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সংঘর্ষ শুরু হল। মঙ্গলবার সকাল পর্যন্ত তা সংঘটিত হয়। পুলিশ উভয় পক্ষের কমপক্ষে ১৯ জনকে আটক করেছে এবং বর্তমানে তাদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে বলে সূত্র জানিয়েছে।
পুলিশ সুত্র জানিয়েছে, সোমবার গভীর রাতে স্পর্শকাতর এলাকা বলে পরিচিত পানিগেট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। ভাদোদরার ডেপুটি কমিশনার অফ পুলিশ ইয়াসপাল জাগানিয়া বলেছেন, ‘হিংসার সঠিক কারণ এখনও জানা যায়নি। পুলিশ ঘটনার কথা জানতে পেরেই শহর জুড়ে থাকা কর্মীদের ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশ ঘটনাস্থলে গেলে বাড়ির ছাদ থেকে পুলিশকে লক্ষ্য করে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করায় একজনকে আটক করা হয়েছে বলে সংবাদ সংস্থা আইএনএস জানিয়েছে। ব্যক্তি সংঘর্ষ শুরু হওয়ার প্রায় এক ঘন্টা পরে তার বাড়ির তৃতীয় তলা থেকে পুলিশের দিকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছিল বলে অভিযোগ করা হয়েছিল, তাকেও আটক করা হয়েছে বলে ভদোদরার ডেপুটি কমিশনার অফ পুলিশ যশপাল জাগনিয়া জানান। তবে পুলিশ জানিয়েছে, সংঘর্ষের সময় কেউ আহত হয়নি। যদিও ওই এলাকায় দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলে রকেটের আতসবাজি পড়ে আগুন ধরে যায়। সংঘর্ষ শুরু হওয়ার আগেই রাস্তার বাতিগুলো কেটে ফেলা হয়, এরপর দুই পক্ষের দাঙ্গাকারীরা পাথর ছুড়তে শুরু করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct