সুব্রত রায়, কলকাতা, আপনজন: নবম দশম শ্রেণিতে নিয়োগ দুর্নীতি তদন্তের চার্জশিট জমা দিল সিবিআই। আলিপর আদালতে সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে তাতে ১২ জনের নাম থাকলেও নেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম। মঙ্গলবার আলিপুর আদালতে নবম দশম শ্রেণির নিয়োগ দুর্নীতি মামলায় যে চার্জশিট জমা দিয়েছে সিবিআই তাতে উল্লেখ থাকা ১২ জনের প্রথমে রয়েছেন স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা শান্তিপ্রসাদ চট্টোপাধ্যায়। এছাড়া অন্যরা হলেন, এসএসসির প্রাক্তন সহকারী সচিব অশোক কুমার সাহা, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, এসএসসির অ্যাডহক কমিটির প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসএসসির প্রাক্তন প্রোগ্রাম অফিসার পর্ণা বসু, সমরজিৎ আচার্য, প্রসন্ন রায় ওরফে রাকেশ, প্রদীপ সিং ওরফে ছোটু জুঁই দাস, আজাদ আলি মির্জা, ইমাম মোমিন ও রোহিত কুমার ঝাঁ।
সিবিআইয়ের অভিযোগ, নবম দশম শ্রেণির নিয়োগে এই ১২ জন প্রত্যক্ষভাবে জড়িত রয়েছেন। তবে সিবিআইয়ের চার্জশিটে অভিযোগ থেকে রেহাই পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যদিও প্রাক্তন শিক্ষামন্ত্রী নিয়োজিত স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা। সিবিআই প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে তেমন দোষারোপ করতে চায়নি। তাদের চোখে নবম দশ নিয়োগ দুর্নীতিতে মূল পরিকল্পনাকারী হলেন শান্তিপ্রসাদ। এদিন সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে সেটি প্রথম। এরপর সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করা করতেও পারে। আর তাতে পার্থ চট্টোপাধ্যায়ের নাম থাকলেও অবাক হওয়ার কিছূ থাকবে না। যদিও প্রথম চার্জশিটে পার্থর নাম না থাকায় অবাক হযেছেন অনেকেই। উল্লেখ্য, কলকাতা হাইকোর্ট নিয়োজিত বাগ কমিটি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে তদন্ত রিপোর্ট পেশ করেছিলে তাতে সিবিআইয়ের চার্জশিটে উল্লিখিত ১২ জনের মধ্যে অনেকরই নাম ছিল। বাগ কমিটির রিপোর্টে সে সময় সুপারিশ করা হয়েছিল, শান্তিপ্রসাদ, কল্যাণময় গঙ্গোপাধ্যায়দের, বিরুদ্ধে সিবিআইকে ফৌজদারি মামলা করার জন্য। তারপরই কলকাতা হাইকোর্ট নবম দশম দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। এরপর দুর্নীতি তদন্তে নামে দুিই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি। বাগ কমিটির সুপারিশ অনুযায়ী তাদের বিরুদ্ধে এফআইআর করে। সিবিআই তাঁদের বাড়ি ও অফিসে একাধিকবার তল্লাশি চালায়। উদ্ধার হয় অনেক গোপন নথি। তারপরেই একে একে গ্রেফতার করা হয় শান্তিপ্রসাদ, অশোক কুমার, কল্যাণময়, সুবীরেশ, প্রসন্ন, প্রদীপদের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct