সুব্রত রায়, কলকাতা, আপনজন: দীর্ঘ ৩০ বছর পর কালীপুজোর রাতে কলকাতা শহরে নিয়ন্ত্রিত হল বায়ু দূষণ। দীপাবলির রাতে মহানগরে বায়ু দূষণ প্রায় হল না। এর পেছনে ঘূর্ণিঝড় সিত্রাং এর আছড়ে পড়ার আশঙ্কা কাজ করেছে বলে মত ওয়াকিবহাল মহলের। দীর্ঘদিন পর কালীপুজোত বায়ু দূষণ মুক্ত থাকল শহর। আর এর ফলে খুশি পরিবেশবিদরা।বিগত বছরগুলিতে কালীপুজোতে কলকাতা ও হাওড়ায় রাত হলেই বায়ু দূষণের মাত্রা বাড়তে থাকে। তা নিয়ে আগে একাধিকবার সরব হয়েছেন পরিবেশবিদরা। এ বছরও কালীপুজোর আগে থেকে বায়ু দূশণ নিয়ে সরব হয়েছিলে পরিবেশপ্রেমী বিভিন্ন সংগঠন। তবে সোমবার রাতের পর দেখা গেল কলকাতা শহরে বায়ু দূষণের মাত্রা বাড়েনি। দূষণের মাত্রা গত বারের তুলনায় কম প্রায় ৪০%।
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৭টায় কলকাতায় বাতাসের মানসূচক ছিল ৩৭। যা দূষণের মাত্রা নিয়ন্ত্রানাধীন বোঝায়। একইসঙ্গে হাওড়ায় বাতাসের মানসূচক ছিল ৩৬। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, কোনও অঞ্চলের বাতাসের মানসূচক ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ভালো বোঝায়। আর বাতাসের মানসূচক ৫১ থেকে ১০০-এর মধ্যে থাকলে, তা সন্তোষজনক বোঝায়। যদি মানসূচক ১০১ থেকে ২০০-এর মধ্যে থাকে তাহলে সেই পরিস্থিতিকে সহনীয় বলা হয়। আর এর বেশি হলে খারাপ বোঝায়। ৩০০ থেকে ৪০০ র মধ্যে থাকলে তা অতি খারাপ। সোমবার রাতে ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে দিনভর বৃষ্টি হয়েছে কলকাতা শহরে। তার ফলে বাজি বেশি পোরাতে পারেনি অনেকে। এর ফলে বায়ু দূষণের মাত্রা
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct