আপনজন ডেস্ক: সোনার বার কিনতে এক মহিলাকে তার দুটি ফ্ল্যাট বিক্রি করালো প্রতারকরা। দুটি ফ্ল্যাটের টাকা নিয়ে সেই মহিলাকে নকল সোনা ধরিয়ে দিয়ে কেটে পড়ে তারা। নিজের জীবনের সব সম্পদ প্রতারকদের হাতে তুলে দিয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন সেই মহিলা। সেই মতো নকল সোনার বার, ম্যাগনেটিক পিলারের নামেও টাকা হাতিয়ে নেওয়া একটি চক্রের ১০ জনকে আটক করেছেন গোয়েন্দারা। এমন ঘটনাটি ঘটেছে ঢাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার মত আরও অনেকের কাছে সোনার বার বিক্রির কথা বলে নকল বার ধরিয়ে দিয়েছে ওই প্রতারক চক্রটি। কখনও কাস্টমস কর্মকর্তা, কিংবা কেমিস্ট ও পরমাণু বিশেষজ্ঞ পরিচয় দিয়ে চক্রের সদস্যরা নকল সোনার বার বেচার কাজ করতেন। আর এভাবে মানুষকে বোকা বানিয়ে ফাঁদে ফেলে তারা হাতিয়ে নিয়েছেন ১১ কোটি টাকার বেশি বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছেন গোয়েন্দারা। ঢাকার ভাটারা থানায় বসুন্ধরার ওই মহিলার প্রতারণার মামলার তদন্ত করতে গিয়ে এ প্রতারক চক্রের সন্ধান পাওয়ার কথা জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ন কমিশনার সঞ্জিত কুমার রায়। তিনি জানান, রবিবার রাতে বিমানবন্দর ও দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে নকল চারটি সোনার বার, সোনার বার তৈরির মেশিন, তামার তার, তার গলানোর কেমিকেল, হিউম্যান রাইটসের নকল পরিচয়পত্র পাওয়া গিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct