মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: সাহিত্যিক ডক্টর রমজান আলি সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি একশোর বেশি বই রচনা করেছেন। তিনি প্রথম ধর্মমঙ্গল কাব্যের কবি ঘনরম চক্রবর্তীকে নিয়ে উপন্যাস রচনা করেছেন । স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে তার রচনা উল্লেখযোগ্য । আজাদ হিন্দ বাহিনীর প্রতিষ্ঠাতা রাসবিহারি বসু ও ভারত বিখ্যাত আইনজ্ঞ স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী ঘোষের কর্মকাণ্ড নিয়ে বিশেষ বই রচনা করেছেন যার নাম দুই রাসবিহারী। আজাদ হিন্দ বাহিনীর প্রতিষ্ঠাতা রাসবিহারী বসুর কাহিনী লিখতে তিনি সুদূর জাপান রাশিয়া পৌঁছে গিয়েছিলেন । খণ্ডঘোষের এনায়েত নগর গ্রামে এই গুণী মানুষ জন্মগ্রহণ করেছেন। খণ্ডঘোষ থানার ও সি সুব্রত বেড়ার নেতৃত্বে এক অনুষ্ঠানে এসপি কামনাশীষ সেন তাকে বিশেষ সম্মানে সম্মানিত করেন। ফুলের তোড়া মোমেন্টও তুলে দেয়া হয়। উপস্থিত ছিলেন এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী , সি আই সি সুব্রত ঘোষ, খণ্ডঘোষের এম এল এ নবীনচন্দ্র বাগ বিশিষ্ট সমাজসেবী অপার্থিব ইসলাম, শ্যামসুন্দর সেন ও মোল্লা শফিকুল ইসলাম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct