রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: বাড়ি বাড়ি গিয়ে বয়স্কদের সম্পূর্ণ বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা প্রদান জাতীয় সেবা প্রকল্পের। জঙ্গিপুর কলেজ এনএসএস ইউনিট এর তরফ থেকে একটি অন্যতম উদ্যোগ নেওয়া হয়। সোমবার জঙ্গিপুর কলেজ এনএসএস ভলেন্টিয়ার্সরা পৌঁছে যায় রঘুনাথগঞ্জ থানার ধপতগর ও হিয়াতনগর। সেই গ্রামে বসবাসকারী বয়স্ক বৃদ্ধ, বৃদ্ধাদের কাছে যারা বাইরে প্রাথমিক চিকিৎসা করতে আসতে পারে না বয়সের কারণে। আজ এই কর্মসূচির মাধ্যমে বহু বয়স্ক মানুষ সুবিধা লাভ করে। এই ইউনিট এর প্রোগ্রাম অফিসার সুষেন্দু বিশ্বাস জানান বয়স্ক মানুষেরা আমাদের সম্পদ, তাদেরকে লক্ষ রাখা আমাদের কর্তব্য। তাই আজ আমাদের ইউনিট এর একজন মেডিক্যাল স্টাফ সহ দশ জন ভলেন্টিয়ার কাছের একটি গ্রামে গিয়ে এই কর্মসূচি করে। এই ইউনিট-এর গ্রুপ ক্যাপ্টেন সৌভিক চ্যাটার্জী জানান, আমরা খুব ধন্য যে আমরা বয়স্কদের সেবায় নিজেদের নিয়োজিত করতে পেরেছি। পরবর্তীতে আমরা আরো গ্রামে টিম সহ পৌঁছে যাবো মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করতে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct