মনিরুজ্জামান, দেগঙ্গা, আপনজন: আলোর উৎসব দীপাবলির আলোর রোশনাইয়ের পাশাপাশি যাঁরা এর স্বাদ, আনন্দ থেকে বঞ্চিত সেইসব মানুষদের পাশে দাঁড়িয়ে আরও একবার মানবিক মুখ হয়ে দেখা দিল পুলিশ। সোমবার আলোর উৎসব দীপাবলির সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার বারাসাত পুলিশ জেলার দেগঙ্গা থানা কমিটির উদ্যোগে এলাকার প্রায় তিনশোজন দুঃস্হ পুরুষ এবং মহিলার হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। প্রত্যেক বছরের মতো এবারও দেগঙ্গা থানা তার মানবিক মুখ বজায় রাখল অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে। মানুষ সাধুবাদ জানাতে কুন্ঠাবোধ করেন না। সোমবার এই অনুষ্ঠানে উপস্থিত থেকে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার পাশাপাশি বস্ত্র সামগ্রী তুলে দিয়ে দেগঙ্গার বিধায়ক রহিমা মন্ডল সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেন। তিনি বলেন, বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতির মিলনক্ষেত্র। জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন, প্রশাসনের আধিকারিকরা যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন সেটা প্রশংসনীয়।
তিনি আরও বলেন, এই যে ভাবনা, চেতনা,সৃষ্টি,সকলকে নিয়ে চলা,সর্বধর্ম সমন্বয় দেখতে হলে বাংলা হবে তার ডেস্টিনেশন। বাংলা মানুষকে হৃদয় দিয়ে আহ্বান করে।যেটা আর কোথাও দেখতে পাওয়া যায় না।যা একমাত্র বাংলা জনদরদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই সম্ভব।দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি বলেন, সম্প্রীতির মেলবন্ধনে আপামর দেগঙ্গাবাসী অত্যন্ত খুশি। পুলিশ প্রশাসন এবং জনপ্রতিনিধিদের প্রচেষ্টায় সবসময় মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করার চেষ্টা করা হয়ে থাকে। এই অনুষ্ঠানের মুখ্য উদ্যোক্তা দেগঙ্গা থানার আই সি শ্যাম প্রসাদ সাহা জানান, দেগঙ্গার এস ডি পি ও সৌম্যজিৎ বড়ুয়ার তত্ত্বাবধানে দেগঙ্গা থানা কমিটির উদ্যোগে যে কাজ প্রত্যেক বছর চলে তার ব্যতিক্রম এবারও হয়নি। যে সমস্ত মানুষেরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে উপহার গ্রহণ করেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এখানে উল্লেখ্য দেগঙ্গায় সাম্প্রদায়িক সম্প্রীতির যে মূল বন্ধন লক্ষণীয় তা দৃষ্টান্ত স্থাপন করেছে অন্যত্র। যেকোনো ধর্মীয় অনুষ্ঠানে জাতি, ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি থাকে লক্ষ্মণীয়।এদিন থানার এই অনুষ্ঠানের পাশাপাশি ঘূর্ণিঝড় সিত্রাং -এর ফলে সৃষ্ট বৃষ্টিকে উপেক্ষা করে শ্যামাপুজো মন্ডপগুলি পরিদর্শন করতে দেখা যায় বিধায়ক রহিমা মন্ডল, কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, সভাপতি মফিদুল হক সাহাজি, আই সি শ্যাম প্রসাদ সাহা,বিশিষ্ট সমাজসেবী অরূপ বিশ্বাস, জেলা পরিষদ সদস্যা ঊষা দাস,শম্পা কাহার সহ অন্যান্যদের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct