আপনজন ডেস্ক: গ্যাস শিল্পে সহায়তা করতে রাশিয়াকে ৪০টি টারবাইন দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে এ ঘোষণা দিলো ইরান। রোববার (২৩ অক্টোবর) আল-অ্যারাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইরানের গ্যাস ইঞ্জিনিয়ারিং ও ডেভেলপমেন্ট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা নৌশাদি জানান, ইরানের শিল্প সংক্রান্ত সফলতা শুধু ক্ষেপণাস্ত্র ও ড্রোনে সীমাবদ্ধ নয়। ইরানের তেল বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ সংস্থা শানার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গ্যাস শিল্পের জন্য প্রয়োজনীয় সুবিধা ও সরঞ্জামগুলোর ৮৫ শতাংশ ইরানে তৈরি হয় বলে জানান নৌশাদি। ইরান এ সক্ষমতার ভিত্তিতে তাদের তৈরি ৪০টি টারবাইন রাশিয়ায় রফতানি করতে চুক্তিতে সাক্ষর করেছে দেশটি। তবে কোথায় এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে ও কখন টারবাইনগুলো সরবরাহ করা হবে, তা স্পষ্ট করে জানাননি নৌশাদি। এএফপির প্রতিবেদনে বলা হয়, নিষেধাজ্ঞার কারণে রাশিয়া গ্যাস অবকাঠামোগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ করতে পারছে না বলে দাবি করেছে ক্রেমলিন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct