আপনজন ডেস্ক: ফিলিপাইনে অবতরণ করার সময় যাত্রীবাহী একটি বিমান রানওয়ের বাইরে চলে গেছে। রোববার দেশটির সেবু প্রদেশের ম্যাকটান দ্বীপে স্থানীয় সময় রাতে এই দুর্ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়, মূলত বিরূপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনাটি ঘটে। এসময় কোরিয়ান এয়ার লাইন্সের ফ্লাইট কেই৬৩১- বিমানটিতে ১১ জন ক্রু সদস্য ও ১৬২জন যাত্রী ছিল। ফিলিপাইন ও এয়ারলাইনের কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রু সদস্য ও যাত্রীদের ক্ষতিগ্রস্ত বিমান থেকে বাঁচতে জরুরি স্লাইড ব্যবহার করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct