আপনজন ডেস্ক: চ্যাম্পিয়নস লীগে ধুঁকছে বার্সেলোনা। সবশেষ ম্যাচে ইন্টার মিলানের কাছে পয়েন্ট হারিয়ে ইউরোপা লীগে অবনমনের শঙ্কায় রয়েছে ব্লাউগ্রানারা। এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের কাছেও ৩-১ গোলে হেরে যায় বার্সা। এরপর সেভিয়াকে ৩-০ গোলে হারিয়ে জয়ে ফেরে জাভি হার্নান্দেজের দল। এবার ঘরের মাঠে বার্সেলোনার শিকার অ্যাটলেটিক বিলবাও। রোববার রাতে ন্যু-ক্যাম্পে লা লিগার ম্যাচে বিলবাওকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা। জাভি হার্নান্দেজের অধীনে এই ম্যাচে গোলের সেঞ্চুরি পূর্ণ করেছে ব্লাউগ্রানারা। ১২তম মিনিটে গোলেৎসবের শুরুটা করেন উসমান দেম্বেলে। ১৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সার্জি রবার্তো। চার মিনিটের ব্যবধানে স্কোরশিটে নাম তোলেন রবার্ট লেভানদোভস্কি। আর ৭৩তম মিনিটে স্কোরলাইন ৪-০ করেন ফেরান তোরেস। বিলবাওয়ের বিপক্ষে লেভানদোভস্কির করা তৃতীয় গোলটি জাভি হার্নান্দেজের অধীনে বার্সার ১০০তম গোল।
রোনাল্ড কোম্যান চাকরিচ্যুত হওয়ার পর ২০২১ সালের নভেম্বরে বার্সেলোনার কোচ হয়ে আসেন জাভি হার্নান্দেজ। ধুঁকতে থাকা বার্সাকে ২০২১-২২ মৌসুমে কোনো শিরোপা এনে দিতে না পারলেও লা লিগা টেবিলের নয়ে থাকা দলকে টেনে দুইয়ে তোলেন স্প্যানিশ কিংবদন্তি। জাভি হার্নান্দেজের সেঞ্চুরি পূরণ করতে গোল করেছেন ২৪ জন ফুটবলার। সর্বোচ্চ ১৭ গোল করেছেন চলতি মৌসুমে বার্সায় যোগ দেয়া রবার্ট লেভানদোভস্কি। ১৩ গোল পিয়েরে এমেরিক অবামেয়াংয়ের। ফেরান তোরেসের গোল সংখ্যা ৯। মেম্ফিস ডিপাই করেছেন ৮টি গোল। ৭ বার প্রতিপক্ষের জাল কাঁপিয়েছেন পেদ্রি। লুক ডি ইয়ং এবং উসমান দেম্বেলে ৬ গোল করেছেন। ফ্রেঙ্কি ডি ইয়ং ও আনসু ফাতির গোল সংখ্যা ৫। জর্ডি আলবা ও রোনাল্ড আরোহার ৩ গোল। গাভি, সার্জিও বুসকেটস, নিকো, সার্জি রবার্তো এবং ফেরান জুটলা ২টি করে গোল করেছেন। এছাড়া জেরার্ড পিকে, এরিক গার্সিয়া, দানি আলভেজ, রাফিনহা, রিকি পিগ, ফ্র্যাঙ্ক কেসি, আবদে এবং কুটিনহো ১টি করে গোল করেছেন। রোববার রাতে বিলবাওকে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমিয়েছে বার্সেলোনা। ১১ ম্যাচে ১০ জয় ও ১ ড্রয়ে ৩১ পয়েন্ট রিয়ালের। ৯ জয়ে ২৮ পয়েন্ট বার্সেলোনার। ১৮ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে অ্যাটলেটিক বিলবাও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct