আপনজন ডেস্ক: সময় যত বাড়ছে, উপকুল অঞ্চলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। বঙ্গোপসাগরে ঘনাচ্ছে সিত্রাং শঙ্কা। বাংলায় জারি ঘূর্ণিঝড় সতর্কতা। আজ শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। মঙ্গলবার সকালে বাংলাদেশে আছড়ে পড়তে পারে সেটি। ফলত দুর্যোগপূর্ণ আবহাওয়ার শুরু দক্ষিণবঙ্গে। বুধবার সকাল পর্যন্ত এমন আবহাওয়াই থাকবে বলে জানা গিয়েছে। এর বেশি প্রভাব পড়বে সুন্দরবনে। মঙ্গলবার সকালের মধ্যে বাংলাদেশের বরিশালের কাছে তিনকোনা আইল্যান্ড ও সন্দীপের মাঝে ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় সিত্রাং। ল্যান্ডফলের সময় শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে এর গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। সঙ্গে ৯০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে। ৭০ থেকে ৯০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে পূর্ব মেদিনীপুরের উপকূলের অংশে। ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ঘূর্ণিঝড়টি উপকূলীয় জেলা স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫ থেকে ৭ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। আস্তে আস্তে বাড়তে থাকবে। বিশেষ করে উপকূল অঞ্চলে বৃষ্টির তীব্রতা বেশি থাকবে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct