আপনজন ডেস্ক: গ্রিসের রাজধানী এথেন্সে বসবাস করেন পাঁচ লাখের বেশি মুসলিম। এতদিন কবরস্থানের অভাবে সে দেশের মুসলিম মরদেহ দাফনে চরম দুর্ভোগ পোহাতেন। তবে দীর্ঘ বাধাবিপত্তির পর এবারে সেখানে প্রথম কবরস্থান পাচ্ছেন এথেন্সের মুসলিমরা। কবরস্থানটি নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে। জানা গিয়েছে, ২০২৩ সালের গ্রীষ্মে কবরস্থানটি পুরোপুরি প্রস্তুত হতে পারে। ৩০ একর আয়তনের এ কবরস্থানে নিজেদের মরদেহ দাফন করতে পারবেন স্থানীয় মুসলিমরা। সাত বছর আগে এ সংক্রান্ত কাজ শুরু হয়েছিল। গ্রিসের অ্যাটিকা শহর কর্তৃপক্ষ এর নির্মাণ ব্যয় বহন করবে। বর্তমানে শহরটির মুসলিমদের মরদেহ দাফনের জন্য ওয়েস্টার্ন থ্রেসসহ বিভিন্ন শহরে কিংবা মৃতের অন্য দেশে নিয়ে যেতে হয়। ২০১৫ সালে শরণার্থী সংকটের পর এথেন্সে মুসলিম জনসংখ্যা বাড়তে থাকে। গত ২০২০ সালে এথেন্সে সরকারের অনুমোদনে প্রথম মসজিদ নির্মিত হয়। দীর্ঘকাল ধরে কট্টরপন্থী রাজনৈতিক নেতাদের বিরোধিতার অবশেষে সেখানে মসজিদটি উদ্বোধন করা হয়। এবার সেখানে কবরস্থানের ব্যবস্থা করা হল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct