আপনজন ডেস্ক: মশা বেশি কামড়ায় কিছু মানুষকে । নতুন গবেষণায় দেখা গেছে, মশা যাদের বেশি কামড়ায় তাদের ত্বকে নির্দিষ্ট কিছু রাসায়নিকের উপস্থিতি থাকে, যা গন্ধের সঙ্গে যুক্ত। গবেষকরা দেখেছেন, একবার মশার ‘পছন্দের তালিকায় জায়গা করে নিলে সব সময়ই থাকতে হয় সে তালিকায়। অর্থাৎ মশার কামড়ের হাত থেকে আর রেহাই নেই ওই ব্যক্তির। নিউ ইয়র্কের রকেফেলার ইউনিভার্সিটির নিউরোবায়োলজিস্ট লেসলি ভসহল বলেন, ‘ত্বকে যদি ওই জিনিসগুলো (রাসায়নিক) উচ্চ মাত্রায় থাকে তাহলে আপনাকেই মশার কামড়ের কেন্দ্রে থাকতে হবে।' এ গবেষণায় রকেফেলার ইউনিভার্সিটি থেকে ৬৪ জন স্বেচ্ছাসেবীকে বেছে নেওয়া হয়। তাদের বাহুর ওপর নাইলনের কাপড় পরতে বলা হয়। এর মূল উদ্দেশ্য ছিল, সে কাপড়ে তাদের ত্বকের গন্ধ ধারণ করা। ওই কাপড়গুলো সংগ্রহ করে আলাদাভাবে লম্বা টিউবের শেষ প্রান্তে রাখা হয়। পরে ডজনখানেক মশা ছেড়ে দেওয়া হয় টিউবের অন্য প্রান্তে। গবেষক মারিয়া এলেনা ডে ওবালডিয়া বলেন, দেখা গেল মশাগুলো কিছু বিশেষ কাপড়ের দিকে ঝাঁক বেঁধে এগিয়ে যাচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct