নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: ‘জীবনের জন্য ধর্ম’ শীর্ষক রাজ্য প্রশিক্ষণ শিবির বিগত দু’দিন ব্যাপী ইউনিসেফ ও আমানত ফাউন্ডেশন ট্রাস্টের যৌথ উদ্যোগে। ২০ ও ২১ অক্টেবার অনুষ্ঠিত এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় কলকাতার সেবা কেন্দ্রে। রাজ্যের হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধ, জৈন ও শিখ ধর্মগুরুদের নিয়ে (ট্রেনিং অফ ট্রেনার্স) শিবিরের আয়োজন করা হয়। এই প্রশিক্ষণ শিবিরে ২৩টি জেলার ৬টি ধর্মের ধর্মগুরুরা উপস্থিত ছিলেন। ২৩টি জেলা থেকে প্রায়দুই শতাধিক ধর্মগুরু এই শিবিরে যোগদান করেন। মা ও শিশু স্বাস্থ্য, মা ও শিশুদের পুষ্টি, চাইল্ড প্রোটেকশান, ওয়াটার স্যানিটেশন ও হাইজিন, শিক্ষা ও ডিজাস্টার রিস্ক রেডাকশন ইত্যাদি বিষয়সাইন্টিফিক ম্যাসেজের সঙ্গে ধর্মীয়ম্যাসেজের যোগসুত্র করে ‘ফেইথ ফর লাইফ বা ‘জীবনের জন্য ধর্ম’ বুকলেট বিভিন্ন ভাষায়প্রকাশ করার চূড়ান্ত প্রশিক্ষণ পর্ব শেষ করা হয়।
এই শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের ইউনিসেফের প্রধান মুহাম্মদ মহিউদ্দিন, এসবিসিসি প্রোগ্রাম অফিসার মনিকা ময়রা ও এসবিসিসি কনসালটেন্ট দেবাশীষ ভান্ডারী, ইসলাম ধর্মের পক্ষে আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শাহিদুর রহমান, খ্রিস্টান ধর্মের পক্ষে বিশপ কলেজের অধ্যক্ষ সুনীল এম ক্যালেব, হিন্দু ধর্মের পক্ষে রামকৃষ্ণ বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি ও ফিলোজফি বিভাগের এইচওডি স্বামী জাপাসিদ্ধানন্দ, চিন্ময়মিশনের স্টেট ইনচার্জ ব্রহ্মচারী দিবাকর চৈতন্য, বৌদ্ধ ধর্মের পক্ষে পটারি বিদর্শন শিক্ষা কেন্দ্রের সন্ন্যাসী ভেন প্রঞ্জারক্ষিত ভান্তে, পটারি বিদর্শন শিক্ষা কেন্দ্রের অওদিপের সম্পাদিকা মধুশ্রী চৌধুরী, জৈন ধর্মের পক্ষে স্কলার সুখময়মাঝি, শিখ ধর্মের স্কলার তারশান সিং, আমানত ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান মুহাম্মদ শাহ আলম, জেনারেল সেক্রেটারি জালালউদ্দিন আহমেদ, প্রজেক্ট কো-অর্ডিনেটর দেবরঞ্জন লাই, অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট কো-অর্ডিনেটর চৈতালি মন্ডল প্রমুখ। মুহাম্মাদ মহিউদ্দিন বলেন, নাইজেরিয়ায়এই ধরনের বুকলেট প্রথম প্রকাশ হলে মানুষের কল্যাণে তা খুব ফলপ্রসূ হয়েছে। তারই অনুকরণে পশ্চিমবাংলায়তথ্যসমৃদ্ধ বুকলেট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct