সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: শুক্রবার বিষ্ণুপুর থানার মাজুড়িয়া গ্রামে এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ি লোকজনের বিরুদ্ধে। গৃহবধূর বাবার বাড়ির পক্ষ থেকে বিষ্ণুপুর থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়। মৃত গৃহবধুর নাম রিম্পা পাল ঘোষ (২২) বছর দুয়েক আগে দুর্গাপুরের বি-জোনের বাসিন্দা রিম্পা পালের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বিষ্ণুপুর থানার মাজুরিয়া গ্রামের তাপস ঘোষ। পরিবারের অভিযোগ, মেয়ের বিয়েতে অঢেল যৌতুক দেওয়া হয়েছে, তারপরেও আরো ৭৫ হাজার টাকা দাবি করেছিলেন মৃত গৃহবধুর স্বামী, সৎ শাশুড়ি, শশুর এবং ননদ । সেই দাবি পূরণ না হওয়ায় বিয়ের কিছুদিন পর থেকেই দিনের পর দিন অত্যাচার করতে থাকে শ্বশুর সৎ শাশুড়ি এবং সৎ ননদ। মৃত গৃহবধুর পরিবার জানান শুক্রবার সকালে প্রথমে গলা টিপে ও পরে কীটনাশক খাইয়ে তাদের মেয়েকে হত্যা করা হয় বলে অভিযোগ। এরপর ওই গৃহবধূর স্বামী এবং সৎ শাশুড়ি বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আনে রিম্পা পাল ঘোষকে, সেখানেই ডাক্তারবাবু তাকে মৃত বলে ঘোষণা করে, মৃত গৃহবধূর স্বামী এবং সৎ শাশুড়ি বিষ্ণুপুর থানায় আত্মসমর্পণ করে, পুলিশ তাদের আটক করে পরে শুক্রবার রাতে গ্রেফতার করে । শনিবার তাদের বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া জেলা হাসপাতালে পাঠায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct