আপনজন ডেস্ক: ইসলাম সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরতে এবং ইসলামভীতি ও বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সম্মেলনে একটি ঘোষণাপত্র গৃহীত হয়েছে। শনিবার তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ওআইসিভুক্ত দেশগুলোর তথ্যমন্ত্রীদের ১২তম ইসলামী সম্মেলনে তা গৃহীত হয়। এই সম্মেলনে ৫৭টি দেশের মন্ত্রী ও প্রতিনিধিদের অংশগ্রহণে ‘ভুল তথ্য ও ইসলামফোবিয়া প্রতিরোধ’ শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলনে মুসিলমবিশ্বের মধ্যে ধর্মীয় ভুল তথ্য বিস্তার রোধে মিডিয়া ও তথ্যগত সহযোগিতা বাড়ানোর আহ্বান জানানো হয়। উদ্বোধনী অধিবেশনের শুরুতে তুরস্কের কাছে সম্মেলনের সভাপতিত্ব হস্তান্তর করে সৌদি আরব। ডিজিটাল যুগে সামাজিক প্ল্যাটফর্মে তথ্য আদান-প্রদানে বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধ করাই এ ঘোষণাপত্রের প্রধান লক্ষ্য। এতে ওআইসি সদস্যদের পক্ষ থেকে সব ধরনের চরমপন্থা, সহিংসতা, মৌলবাদ ও সন্ত্রাসবাদের নিন্দা জানাতে সমর্থন জানানো হয়। সম্মেলনের শেষ দিন গত ১৫ মার্চ ইসলামফোবিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক দিবসে গৃহীত জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাবকে স্বাগত জানানো হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct