নিজস্ব প্রতিবেদক, খানাকুল, আপনজন: অতীতের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গিয়ে হুগলির খানাকুলের নাবাবিয়া মিশন এবার রেকর্ড করল ভর্তি পরীক্ষায়। রবিবার ছিল এ বছরের নাবাবিয়া মিশনে ভর্তি পরীক্ষা। ছাত্র-ছাত্রী পরীক্ষায় বসে ছিল ছাত্রদের তুলনায় ছাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নাবাবিয়া মিশনের সাধারণ সম্পাদক শেখ শাহিদ আকবার জানান, বিগত বছরের সাফল্য আজকে এনে দিয়েছে তার ফল গার্জেনদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সকলেই চাইছে তার ছেলে-মেয়েকে মিশনে ভর্তি করতে। সম্পাদক জানান, এ বছর আমাদের ২৫০আসন সংখ্যা। কিন্তু আবেদন জমা পড়েছে প্রায়এক হাজারের উপর। তাই চাহিদা মতো আসন দেওয়অর ব্যবস্থা করা মুশকিল হয়ে পড়েছে। তিনি আরও জানান, ইতিপূর্বে আলহাজ্ব মোস্তাক হোসেনের জিডি চ্যারিটিবল সোসাইটির অধীনে জিডি মনিটরিং কমিটি দ্বারা পরিচালিত ও আইএএস নুরুল হক, ডব্লিউবিসিএস সৈয়দ নাসির উদ্দিনের তত্ত্বাবধানে হয়ে গেছে এমক্যাট টেস্ট। সেই পরীক্ষায়ছাত্রছাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শাহিদ আকবার আরও জানান, প্রায় সমস্ত জেলার ছেলে মেয়ে এই মিশনে পড়াশোনা করে। বিশেষ করে জলপাইগুড়ি, উওর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, নদিয়া, মেদিনীপুর, বাঁকুড়া, হাওড়া, হুগলি এই সমস্ত জেলার ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেশি। মিশনে থেকে বহু ছাত্র-ছাত্রী প্রতিষ্ঠিত হয়েছে। তার মধ্যে ৩০০ অধিক ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক সহ বাংলা তথা ভারতবর্ষ এবং পৃথিবীর বারোটা দেশে কর্মরত। ২০০১ সালে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান আজকে বাংলার গর্ব হয়ে দাঁড়িয়েছে বলে দাবি করেন শাহিদ আকবার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct