সেখ মহম্মদ ইমরান, মেদিনীপুর, আপনজন: বিদ্যালয়প্রধানদের সংগঠন অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টারস অ্যান্ড হেডমিস্ট্রেসেস, পশ্চিম মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকাদের বেতন বঞ্চনা ও বৈষম্য সহ মিড ডে মিল বিতরণ, পোষাক বিতরণ ও বিদ্যালয়ের নানা সরকারী নির্দেশিকা ও কর্মসূচি পালনের অমানবিক চাপের প্রতিবাদে দু-দিন ধরে জেলা বিদ্যালয় পরিদর্শক চাপেশ্বর সরদার ও অতিরিক্ত জেলা শাসক কুহুক ভূষণের কাছে দাবি সনদ জমা দেওয়া হয়। জেলা বিদ্যালয় পরিদর্শক ও অতিরিক্ত জেলা শাসক মনোযোগ সহকারে সমস্ত বক্তব্য শোনেন এবং আন্দোলনকারীদের সাথে সহমত পোষণ করেন । জেলা বিদ্যালয় পরিদর্শক তাঁর অফিস সহযোগী দের সঙ্গে পরামর্শ করে সহযোগিতার আশ্বাস দেন ও জমে থাকা কাজকর্ম দ্রুত নিষ্পত্তির কথা বলেন। একইভাবে অতিরিক্ত জেলা শাসক বি সি ডব্লিউ ডিপার্টমেন্ট, মিড ডে মিল ও বিডিও অফিস সহ সরকারি অফিসের সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন। রাজ্যস্তরের সমস্যাগুলো তিনি জেলাশাসকের সঙ্গে আলোচনা করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দেন । দুদিনে প্রায় শতাধিক প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকা অবস্থান আন্দোলন ও ডেপুটেশনে অংশগ্রহণ করেন ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct