সুব্রত রায়, কলকাতা, আপনজন: গত বিধানসভা নির্বাচনে গো হারা হেরেছে বিজেপি। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর একাধিক বিজেপি নেতা উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি জানিয়ে বিতর্ক তৈরি করেছেন। এবার বিজেপির এই দাবির বিষয়ে আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূলের সাংসদ সুখেন্দুশেখর রায়। উত্তরবঙ্গের ৩ জেলার সঙ্গে বিহারের কিছু অংশ মিলিয়ে বাংলা ভাগের চক্রান্ত করছে বিজেপি, এমনই দাবি করলেন বর্ষীয়ান তৃণমূল নেতা।তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়ের অভিযোগ, নির্বাচনে লজ্জাজনক পরাজয়ের পর বাংলাকে ভাগ করার চক্রান্ত করছে বিজেপি। আর এই কারণে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তোপ দেগেছেন তিনি। তাঁর কথায়, ‘বাংলার ভৌগোলিক অখন্ডতাকে ভাঙার চেষ্টা করা হচ্ছে৷ বিহারের পুর্ণিয়া, কিষাণগঞ্জ, কাটিহারের সঙ্গে আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ির কিছু অংশকে জুড়ে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার চেষ্টা চলছে।’
তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সুখেন্দুশেখর রায় দাবি করেন, যখনই তৃণমূল কংগ্রেস সরকারে আসে, সেই সময় বাংলায় অশান্তি পাকানোর চেষ্টা করে বিজেপি। রাজ্যে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তিকে ইন্ধন দেয়। এইভাবে অশান্তি পাকায় গেরুয়া শিবির। শনিবার সুখেন্দুশেখর রায় কেন্দ্রকে নিশানা করে আরও বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরে অন্তত ২০টি রাজ্য গঠনের দাবি উঠেছে। যার মধ্যে রয়েছে মণিপুরে কুকিল্যান্ড, তামিলনাড়ুতে কঙ্গুনাড়ু, কর্নাটকে তুলুনাড়ু, উত্তরপ্রদেশে অওয়ধ প্রদেশ, পূর্বাঞ্চল, বুন্দেলখন্ড এবং পশ্চিমাঞ্চল, রাজস্থানে ভরতপুর। তৃণমূলের জাতীয় মুখপাত্র বলেন, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গোয়া, অসম, মেঘালয়ের মতো বিজেপিশাসিত রাজ্যগুলি ভেঙে পৃথক রাজ্য গঠনের দাবি নিয়ে কেন্দ্র সরকার নীরব রয়েছে। কেবলমাত্র রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য বিজেপিশাসিত কেন্দ্র বাংলা আর বিহার নিয়ে পড়েছে। তবে বাংলার মানুষ বিজেপির এই চক্রান্ত ঠিক রুখে দেবে, দাবি তৃণমূল সাংসদের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct