নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী কেন্দ্র তথা বিজেপির বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে তোপ দাগলেন। দিল্লিতে সয়গাল প্রসঙ্গে রাজ্যের পরিবহন মন্ত্রীর মন্তব্য ,আদালতে বিচারাধীন বিষয়, তদন্ত চলছে চলুক। এই বিষয়ে কোন মন্তব্য করব না। তবে একটা বিষয় যে রাজ্যের বাইরের দেশ থেকে গরুগুলো এলো, সেখানকার সেন্টাল ফোর্স বা বিএসএফ কি করছিল? এটা সবকিছুই কন্ট্রোল করে সেন্ট্রাল গভমেন্ট ।তাদের হাতেই সবকিছু রয়েছে। বিএসএফ, সেন্ট্রাল ফোর্স তাই তারা আরো ভালোভাবে সবকিছু জানেন। ফলে এখানে সায়গল থাকুক বা যে থাকুক বিচার হবে।
শুভেন্দু অধিকারীর দপ্তর থেকে দুজন বিজেপি নেতার দিয়েছেন সেই প্রসঙ্গে পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী বলেন ,বিজেপির মধ্যে প্রথম থেকে অন্তর্দণ্ড ছিল এবং থাকবেও। সিপিএমের এর ভোট বিজেপির কাছে গিয়েছে। আর এখন বিজেপি সিপিএম সবাই তৃণমূলের নামে অপপ্রচার চালাচ্ছে অভিযোগ পরিবহন মন্ত্রীর। প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, এক লক্ষ চাকরি দেবেন সেই প্রসঙ্গে পরিবহন মন্ত্রীর মন্তব্য, বিজেপি সরকার আসার পর দেশে বেকারত্ব বেড়েছে। প্রত্যেকটা যুবক যুবতী বেকারত্বের জ্বালায় ভুগছে। ভারতবর্ষের প্রত্যেকটি যুবক যুবতীর উচিত চাকরির একটি শ্বেতপত্র নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাওয়া। সৌরভ গাঙ্গুলি প্রসঙ্গ টেনে পরিবহন মন্ত্রী বলেন, সৌরভ গঙ্গোপাধ্যায় বাঙালির আবেগ, বাঙালির গর্ব। মুখ্যমন্ত্রী সৌরভ গঙ্গোপাধ্যায় কে নিয়ে এর আগে বক্তব্য রেখেছিলেন। সৌরভ গঙ্গোপাধ্যায় যা যা করেছেন তা বাঙালি জন্য সত্যিই গর্ব। আর ওনার সাথে আজকে সঠিক আচরণ করছে না বিজেপি, সমালোচনার সুরে অভিমত রাজ্যের পরিবহনমন্ত্রীর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct