সম্প্রীতি মোল্লা, বর্ধমান, আপনজন: রবিবার পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে উরস মোবারক আস্তানা শরীফ-এ- কাদেরিয়া এরশাদিয়া (হযরত সৈয়দ এরশাদ আলী রোড) বাংলার সুবিখ্যাত পীর হুজুর কেবলা হযরত সৈয়েদেনা ও মওলানা সৈয়দ শাহ রাশাদ আলী আল কাদেরীর ১৭ তম উরস মোবারক সম্প্রীতি সাড়ম্বরে পালিত হয়। হুজুর কেবলা হযরত বড় পীর সাহেব পীরানে পীর শ্যায়খ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহঃ)-র ২১ তম বংশধর। ১৭৬৬ খ্রিস্টাব্দে তাঁর পূর্বপুরুষ ইরাকের বাগদাদ শহর থেকে দ্বীন প্রচারের উদ্দেশ্যে বর্ধমানের মঙ্গলকোট ও বিহারের পূর্ণিয়ায় আগমন করে ছিলেন। উক্ত উরস মোবারকে বাংলাদেশ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাতি- ধর্ম-নির্বিশেষে বহু সংখ্যক মুরিদ ও ভক্তবৃন্দ যোগদান করেন। পীর সাহেব হযরত সৈয়দ শাহ ফাদিল এরশাদ রাশুদ আলী আলকাদেরী পবিত্র কুরআন শরীফ পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। ইসলামি সুফিবাদের উপর বক্তব্য রাখেন পীর সাহেব হযরত ডঃ সৈয়দ শাহ ওয়ামীকুল এরশাদ আলী আলকাদেরী। পীরযাদা সৈয়দ শাহ মাশুফুল এরশাদ আলকাদেরী এবং পীরযাদা সৈয়দ শাহ গারিমুর রাশাদ আল কাদেরী উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন।এদিন এই উরশে এসেছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, মঙ্গলকোট বিধায়ক অপূর্ব চৌধুরী, মঙ্গলকোট আইসি পিন্টু মুখার্জি, বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের পদাধিকারী আনসার মন্ডল, বিডিএ এর ভাইস চেয়ারম্যান আইনুল হক প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct