মিছিলে নামতে হবে
আব্দুল রহিম
আর কতবার লাঠির আঘাতে শিরদাঁড়া ভেঙে
যোগ্যতার কথা বললে ওরা যোগ্য বলবে
আর কতবার শিক্ষাকে উলঙ্গ করে
ওরা বাজারে নিলামে তুললে তুমি প্রতিবাদী হবে
আর কতবার তুমি দেখবে
তোমার ভাইয়ের মৃত দেত
তোমার বোনের উলঙ্গ শরীর
আর কতবার পুলিশের গুলি, টিয়ার গ্যাস তোমার বুকের উপর চালানো হলে
তুমি জ্বলে উঠবে উজ্জ্বল গোলা বারুদের মতো
আর কতবার তোমার পদবীর সাথে বেকার কথাটা জুড়ে দিলে তোমার রক্ত ফুটে উঠবে শহীদের মতো ।
তুমি কি বলতে পারো
আর কতদিন ওরা চোখ রাঙিয়ে ঠাঠিয়ে যাবে
আর তুমি নিরব হয়ে দেখবে গণহত্যা , ধর্ষণ ,খুন
তুমি কি বলতে পারো
তুমি বেঁচে আছো, বেঁচে থাকার মতো
যে ভাবে বাঁচলে প্রতিবাদের প্রয়োজন হয়না
মিছিলের প্রয়োজন হয় না
তুমি কি বলতে পারো
আর আর কতবার রাজপথে রক্ত রাঙা মৃত লাশের শরীর বিছিয়ে দিলে
ওরা তোমার অধিকার ফিরিয়ে দেবে
তুমি কি বলতে পারো
তুমি নিজেকে শেষ দেখেছো কবে
শেষ হাসিটাই বা হেসেছো কবে ।
ওরা পারেনা , সত্যিটা বলতে
ওরা পারেনা , ধর্ম যুদ্ধ ছাড়া চলতে
ওরা পারেনা , শান্তির কথা বলতে
ওরা পারেনা , মানুষের অধিকার ফিরিয়ে দিতে ।
ওরা পারে , মৃত লাশ নিয়ে রাজনীতি করতে
ওরা পারে, ধর্মের কথা বলে
মন্দির ভেঙে মসজিদ
মসজিদ ভেঙে মন্দির করতে
ওরা পারে, তোমার অধিকার ছিনিয়ে নিয়ে
তোমাকে দেশদ্রোহী বলতে ।
তুমি কি ভুলে গেছ বেঁচে থাকার মন্ত্র
তুমি কি ভুলে গেছ প্রতিবাদের প্রতিধ্বনি
তুমি কি ভুলে গেছ মিছিলে হাঁটা পথ
তোমাকে আবার জাগতে হবে
তোমাকে আবার মিছিলে নামতে হবে
তোমাকে আবার জাগরণের প্রতিধ্বনি দিতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct