সুব্রত রায়, কলকাতা, আপনজন: সরকারি হিসেবে রাজ্যের রাজধানীতে অর্থাৎ কলকাতায় কালীপুজো হচ্ছে এবার প্রায় ২ হাজার ৬৬৪টি। আলোর উৎসবে যেন কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা দেখতে বাড়তি সতর্ক কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এবারে পুলিশ আধিকারিক ও কর্মীরা পুজোর রাতে টহল দেবেন শহর জুড়ে। চষে বেড়ানো হবে রাজপথ থেকে অলিগলি। খোঁজ চলবে অসুরের!পুলিশ মানেই রক্ষক। অসুরকেও তাই ধরবে পুলিশ! অবাক হচ্ছেন? আসলে ব্যাপারটা অভিযান চলবে শব্দদানবের খোঁজে। শব্দবাজি দেখলেই আইনি পদক্ষেপ নেবে পুলিশ। আরও জানা গিয়েছে, আজ সোমবার থেকেই মণ্ডপে মণ্ডপে মোতায়েন থাকবে পুলিশ। আর তা থাকবে আগামী ২৭ অক্টোবর পর্যন্ত। কলকাতা পুলিশ সূত্রে বলা হয়েছে, পুজোর সময় অনেক উদ্যোক্তারা দেবীকে সাজান বহুমূল্যের সোনা ও রূপোর গয়নায়। উৎসবের দিনে যেন কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তা দেখবে পুলিশের বিশেষ বাহিনী।
মোট ১১৪টি অটোতে নজরদারি চালাবে পুলিশ। থাকছে ১৮টি মোবাইল পেট্রোলিংয়ের বিশেষ দল। আছে কমব্যাট টিম সহ ১৩টি ক্যুইক রেসপন্স টিম। বহুতলে নজরদারি করতে থাকছে ২৭টি ওয়াক টাওয়ার। প্রতি ডিভিশনে থাকবে অতিরিক্ত রিজার্ভ ফোর্স। সেই সঙ্গে পিটিএসে খোলা হচ্ছে অতিরিক্ত কন্ট্রোল রুম। বিসর্জনে সম্পূর্ণ নিষিদ্ধ ডিজে। লালবাজারেও থাকছে ২৪ ঘন্টা কন্ট্রোল রুম। কলকাতা পুলিশ সূত্রে খবর, মোবাইল পেট্রোলিংয়ের বিশেষ দল নজর রাখবে শব্দবাজিতে। প্রতিনিয়ত চলবে অভিযান। বিশেষ নজর থাকছে প্রতিমা নিরঞ্জনেও। গঙ্গা ছাড়াও ৩৫টি জলাশয়ে থাকছে বাড়তি নজরদারি। আদিগঙ্গার ৫ ঘাট সহ গঙ্গার মোট ২৯টি ঘাটে হবে নিরঞ্জন। প্রতি ঘাটেই মোতায়েন থাকবে ডিএমজি টিম। গঙ্গা জুড়ে নজরদারি চালাবে জেট স্কি, স্পিড বোট। ঘাটে ঘাটে মোতায়েন থাকছে ডুবুরি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct