আপনজন ডেস্ক: প্রত্যাশামতো সর্বকালের সেরা ভারতীয় সিনেমার স্বীকৃতি পেয়েছে বাংলা সিনেমা ‘পথের পাঁচালী'। সত্যজিৎ রায় নির্মিত আইকনিক সিনেমা হল ‘পথের পাঁচালী' ।কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের নির্মিত বিশ্ব বিখ্যাত এ ছবি 'ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস'-এর পক্ষ থেকে সর্বকালের সেরা ভারতীয় চলচ্চিত্র হিসাবে স্বীকৃতি পেল৷ এ তালিকা প্রকাশ করেছে ফিপরেস্কি-ইন্ডিয়া বিভাগ। সংগঠনটির ৩০ জন সদস্যের ভোটে তালিকাটি প্রস্তুত করা হয়েছে। এতে স্থান পেয়েছে ১০টি সিনেমা। এর মধ্যে পাঁচটি হিন্দি, তিনটি বাংলা, একটি মালায়লাম ও একটি কন্নড় ভাষার সিনেমা। তামিল ও তেলেগুর কোনো সিনেমা তালিকায় স্থান পায়নি। ১৯৫৫ সালের এ ফিল্মটি ভারতীয় সিনেমার ইতিহাসের শীর্ষ ১০টি চলচ্চিত্রের মধ্যে এক নম্বর স্লট পেয়েছে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস (ফিপরেস্কি)-ইন্ডিয়ার জারি করা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ উদ্যোগটি গোপনে পরিচালিত করা হয়েছিল। ১৯৫৫ সালের ৩ মে নিউইয়র্ক শহরের মিউজিয়াম অফ মডার্ণ আর্টের একটি প্রদর্শনীতে চলচ্চিত্রটি প্রথম মুক্তি পায়। এবং সেই বছরই কলকাতায় মুক্তি পায় এই ছবি। দর্শক ও সমালোচকরা চলচ্চিত্রটির দারুণ প্রশংসা করেছিলেন। স্বাধীন ভারতে নির্মিত পথের পাঁচালী ছিল প্রথম চলচ্চিত্র, যা আন্তর্জাতিক মনোযোগ টানতে সক্ষম হয়েছিল। ১৯৫৫ সালে শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ১৯৫৬ কান চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ মানবিক দলিল পুরস্কারসহ বহু পুরস্কার জেতে। এর ফলে সত্যজিৎ রায়কে ভারতের সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে গণ্য করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct