চোরাবালি
সাহারুখ মোল্লা
কিছু কথা নীরবতায়
হারিয়ে যাওয়া বেলীফুলে,
কিছু অনুভূতি সাক্ষতায়
যাত্রা পথে সমুদ্র কূলে...।
পথিকের বেশে আসে উপকথায়
যুগ্ম হৃদয় যাতনা স্মৃতি,
আপনার সে অজ্ঞতায়
প্রকাশিত ধ্রুব সংস্কৃতি।
মাধুর্য জীবনের জীর্ণ তরী
টেনে নেয় চোরাবালি,
বিষন্নতার অমোঘ টানে
সব সুখ করে নির্মূলী!
শ্রাবণের বারি ধারায়
অশ্রু বন্যা ভেসে যায়....
কে দেখিবে সুপ্ত ব্যাথা!
নয় কেহ কারো তরে এ জগতে হায়।
নিঃসঙ্গতার আঙিনায়
কন্ঠস্বর হয়ে আসে ক্ষীণ,
বিশাল ধরনীর নীলিমায়
জোনাকের কাছে ঋন।
চির চেনা সভ্যতার মাঝে
আজি মমত্ববোধ বিলীন,
বন্ধ্যা কুঠির নির্দীপ সাঁঝে
সভ্যতার ধৃতি মলিন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct