সুব্রত রায়, কলকাতা, আপনজন: রবিবার সকালে ধর্মের নামে বুজরুকিপনা রুখে দিল এই শহরের মানুষজন। কালিন্দী এলাকায় রবিবার সকালে পা হারিয়ে এলাকার তিনটি সাপ নিয়ে হাজির হয়েছিলেন তিনজন সাধু বাবা। লোকের বাড়ি বাড়ি গিয়ে তারা জানায় কালীঘাটে মায়ের দর্শন করতে এসে তারা এই সাপগুলি পেয়েছে। কালীঘাট এলাকায় জঙ্গলে নাকি এই সবগুলি ঘুরে বেড়াচ্ছিল। এই সবগুলি বিশেষ ক্ষমতা সম্পন্ন এই বলে নানা ধরনের মন্তব্যে পড়ে সাধারণ মানুষকে আশীর্বাদ পাওয়ার প্রলোভন দেখিয়ে টাকা রোজগার করছিল লাল জামা কাপড় পরা তিনজন সাধু বেশে যুবক। এলাকার কিছু যুবকদের নজরে আসে গোটা বিষয়টি ।এইসব ধর্মের নাম করে বিভিন্ন বেআইনি পথ অবলম্বন করে উপার্জন নতুন কিছু নয়। কালিন্দির তেতুলতলা মোড়ে এমনই এক চিত্র সম্মুখীন হল শহরবাসী। ওই যুবকরা প্রতিবাদ শুরু করে। ধীরে ধীরে সেখানে মানুষজন জড়ো হয় । বিলুপ্ত প্রায় তিনটি সাপ নিয়ে সাধু বেশে পয়সা উপার্জন করতে গিয়ে ধরা পরে তিনজন। স্থানীয় বাসিন্দাদের দাবি, সাপগুলি পাহাড়ি এলাকার সাপ। আর সেই সাপ গলায় পেচিয়ে ধর্মের অপব্যবহার করে পয়সা উপার্জন করেছিল ভন্ড সাধুগুলি। স্থানীয় এলাকাবাসীরা তাদেরকে আটক করে বিধান নগর কমিশনারের অন্তর্গত লেকটাউন থানার পুলিশের হাতে তুলে দেয়। জানা গেছে তিনটি ছবি পাহাড়ি এলাকার এবং কোনটাই বিষধর নয়। লেকটাউন থানার পক্ষ থেকে ওই তিনজন ছদ্মবেশী সাধুকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় পরে সবগুলিকে বিধান নগর কমিশনারেটের পক্ষ থেকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, তাদের বাড়ি দিল্লিতে। ট্রেনে করে তারা ওই সাপ নিয়ে এই শহরে হাজির হয়েছিলেন, টাকা রোজগারের জন্য। সাপগুলিকে তারা রাজস্থানের পাহাড়ি এলাকা থেকে নিয়ে এসেছে। লেকটাউন কালিন্দী এলাকার মানুষজনকে বিশ্বাস করানোর জন্য তারা সাপগুলি কালীঘাটের জঙ্গল থেকে পেয়েছে বলে মিথ্যা কথা বলেছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct