আপনজন ডেস্ক: মোহাম্মাদ নাওয়াজের করা শেষ বলটা লং অফ দিয়ে ভাসিয়ে দিলেন রবিচন্দ্রন আশ্বিন। ব্যস, তাতেই সমাপ্তি ঘটল আরেকটি ভারত-পাকিস্তান মহারণের। ম্যাচের পরতে পরতে শ্বাসরুদ্ধকর উত্তাপ ছড়িয়ে আরেকটি স্নায়ুযুদ্ধের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৪ উইকেটে হারালো ভারত।রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে ইফতিখার আহমেদ ও শান মাসুদের ফিফটিতে ভর করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান। জবাবে শেষ বল পর্যন্ত গড়ানো ম্যাচে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। পাকিস্তানের দেয়া ১৬০ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই পাকিস্তানের পেসত্রয়ীর গতির সামনে অসহায় হয়ে পড়ে ভারত। ম্যাচের দ্বিতীয় ওভারেই লোকেশ রাহুলকে ৪ রানে বোল্ড করেন নাসিম শাহ। এক ওভার পর রোহিত শর্মাকেও ৪ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠান হারিস রউফ। এরপর আসেন সূর্যকুমার যাদব।। দলীয় ২৫ রানের মাথায় তাকেও ড্রেসিংরুমের পথ দেখান রউফ। তার আগে ১০ বলে ২ চারের মারে ১৫ রান করে যান যাদব। তখনো একপ্রান্ত আগলে ছিলেন বিরাট কোহলি। যাদবের বিদায়ে পাঁচে নামা হার্দিক পান্ডিয়াকে নিয়ে দারুণ একটা জুটি গড়েন সময়ের সেরা এই ব্যাটার। পাল্টা আক্রমণ করে এগিয়ে যেতে থাকেন লক্ষ্যের দিকে। ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে গড়ে ফেলেন শতরানের এক অনবদ্য জুটি। দু'জন মিলে স্ট্রাইক রেট বাড়ানোর পাশাপাশি রান তুলতে থাকেন সমানে। এর মধ্যেই ১৮তম ওভারে শাহীনকে চার মেরে ৪২ বলে ফিফটিতে পৌঁছে যান কোহলি। ফিফটির পর পাকিস্তানি বোলারদের উপর চড়াও হন তিনি। ধীরে ধীরে ম্যাচ পাকিস্তানের নাগালের বাইরে নিয়ে আসতে থাকেন কোহলি। চার ছক্কায় মাতাল করে ফেলেন গ্যালারী। তাতে শেষ ওভারে ভারতের সামনে সমীকরণ দাঁড়ায় ৬ বলে ১৬। নাওয়াজের করা ওভার থেকে প্রয়োজনীয় রান তুলে জয়ের উল্লাসে মেতে ওঠে ভারত। ৫৩ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৮২ রানে অপরাজিত থাকেন কোহলি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct