সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: আলোর উৎসব দীপাবলি ও কালী পূজার মধ্যেই ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর আছড়ে পড়ার কথা। এই অবস্থায় বাড়তি সতর্কতা হিসেবে বাঁকুড়া শহরের কালী পূজোর মণ্ডপ গুলি পরিদর্শণ করলেন সদর মহকুমাশাসক সুশান্ত কুমার ভক্ত। শনিবার পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবিলা দপ্তর, বিদ্যুৎ ও পৌরসভার দায়িত্বপ্রাপ্তদের নিয়ে তিনি ঐ পূজো মণ্ডপ গুলি ঘুরে দেখেন। উপ পৌরপ্রধান হীরালাল চট্টরাজ বলেন, ঘূর্ণিঝড় ও বৃষ্টিতে মূলতঃ বিদ্যুতের শর্টশার্কিটের কারণে কোন দূর্ঘটনা যাতে না ঘটে সেবিষয়টি পরিদর্শ ও আগাম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েই আমরা পরিদর্শণে বেরিয়েছিলাম।বাঁকুড়া সদর মহকুমাশাসক সুশান্ত কুমার ভক্ত বলেন, ঘূর্ণিঝড়ের আগেই আমরা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করছি। শর্ট শার্কিট থেকে কোথাও যাতে দূর্ঘটনা না ঘটে তা নিশ্চিত করা হচ্ছে বলে তিনি জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct